মোঃ আশিকুর ইসলাম,বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জে বুধবার নবাগত ইউএনও মোঃ মারুফ হাসান সকল সরকারী দপ্তরের কর্মকর্তা/ কর্মচারী, গণ্যমান্য ব্যাক্তি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ছাত্র প্রতিনিধি এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে।
সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে নবাগত ইউএনও মোঃ মারুফ হাসান এর সভাপতিত্বে উপজেলা ইউডিএফ কর্মকর্তা জসীম উদ্দীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল হুদা, সেতাবগঞ্জ চিনিকল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল বাশার, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান জাহিদ সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুল হুদা, কৃষি অফিসার নয়ন সাহা,ছাত্র প্রতিনিধি মোঃ ফয়সাল মোস্তাক, দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সাত্তার, সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক আব্দুল ওয়ারেস, সদস্য সচিব মোঃ শামসুল আলম, প্রাণী সম্পদ কর্মকর্তা আবু কায়েস বিন আজিজ প্রমুখ।
কিউএনবি/অনিমা/১৪ নভেম্বর ২০২৪,/দুপুর ২:০৩