বিনোদন ডেস্ক : আলোচিত ‘জুবিলি’ সিরিজের সহ-স্রষ্টা সৌমিক সেন পরিচালিত নতুন ওয়েব সিরিজটির নাম ‘জ্যাজ সিটি’। এ সিরিজের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে শুভকে। ‘জুবিলি’র পর নতুন সিরিজ তৈরি করছেন সৌমিক। তাই সিরিজটিতে নানা চমক রেখেছেন পরিচালক।
জানা যায়, এ সিরিজ তৈরি হচ্ছে সত্তর দশকের পাশ্চাত্য গানের রমরমা ‘ক্লাব সংস্কৃতি’ নিয়ে। শুভর সঙ্গে দেখা যাবে টালিউড ও বলিউড অভিনেত্রী সৌরসেনীকে। শুভ ও সৌরসেনীর রূপ আর অভিনয়ের দ্যুতি ছাড়াও এ সিরিজে ইংরেজি-সহ নানা ভাষার গান শোনা যাবে। চমক হিসেবে এ সিরিজে আরও থাকছে একাধিক সুরকার এবং গীতিকারের সুরের মুর্ছনা, সত্তর দশকের পোশাক, পরিবেশ আর অভিনয়শিল্পীদের নতুন লুকের কারিশমা। এছাড়া হিন্দি সিনেমার একাধিক অভিনয়শিল্পীও রয়েছেন এ সিরিজে।
সিরিজ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার-র এক প্রতিবেদনে পরিচালক সৌমিক জানিয়েছেন, সত্তর দশকের আবহে তৈরি হচ্ছে ‘জ্যাজ সিটি’। ওই সময়ের ক্লাব সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি মুক্তিযুদ্ধের ঘটনাও তুলে ধরা হবে। তবে ‘জ্যাজ সিটিতে’ মুক্তিযুদ্ধের ঘটনা তুলে ধরা হলেও বাংলাদেশে শুটিং করার কোনো পরিকল্পনা তার নেই।
সব মিলিয়ে সিরিজটিতে ধামাকা দিতে চলেছে শুভ। এ মুহূর্তে কলকাতায় শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা। তবে সিরিজটি প্রসঙ্গে সংবাদমাধ্যমে এখনই কোনো তথ্য দিতে চাইছেন না শুভ। কর্তৃপক্ষের নিষেধ থাকায় নতুন ওয়েব সিরিজটি প্রসঙ্গে সব তথ্য চমকই রাখতে চান তিনি। প্রসঙ্গত, নভেম্বরের প্রথম দিকে শুটিং শুরু হয়েছে নতুন ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’র। শুটিং চলবে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত। সনি লাইভের সিরিজটি দেখার জন্য তাই অপেক্ষায় রয়েছেন শুভ ভক্তরা।
কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:০৮