মাইদুল ইসলাম মুকুল,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ৩ দফা দাবীতে এমপিওভুক্ত শিক্ষক- কর্মচারীদের দেশ ব্যাপী চলমান আন্দোলনে সরকারের চরম নির্লিপ্ততার প্রতিবাদে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সমাবেশ করেছে শিক্ষক-কর্মচারীরা।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সম্মিলিত শিক্ষক পরিষদ এর পৃষ্ঠপোষকতায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা বিএনপি, জামায়াত ইসলামি ও এনসিপির নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন।
সম্মিলিত শিক্ষক পরিষদ এর সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম মুকুল এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কাজী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জামায়াতের সুরা সদস্য ফেরদৌস হোসেন, এনসিপির উপজেলা সমন্বয়ক মাহফুজ কিরণ।
অন্যান্যদের মধ্যে শিক্ষক পরিষদ এর সভাপতি বাবুল আক্তার, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন, ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আলতাফ হোসেন, বাউসমারী ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মজিদ, ভূরুঙ্গামারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমজানুল হকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা বক্তব্য রাখেন।