স্পোর্টসডেস্ক : অ্যালিয়াঞ্জ অ্যারেনায় সোমবার (১৪ অক্টোবর) ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ১টায়। পরিসংখ্যান কথা বলছে জার্মানির পক্ষে। ঘরের মাঠে ফেবারিটও তারা। তবে, ভুলে গেলে চলবে না প্রতিপক্ষ নেদারল্যান্ডসের কথা। সবশেষ দেখায় তারাও দেখিয়েছে মুন্সিয়ানা। আর দু’দলের এবারের লড়াইটা গ্রুপের শীর্ষস্থানের।
অ্যালিঞ্জ অ্যারেনায় নেশন্স লিগের গ্রুপ-৩ এর ম্যাচে মুখোমুখি হবে জার্মানি-নেদারল্যান্ডস। ৭ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত গ্রুপের সবার ওপরে জার্মানরা। এছাড়া এখন পর্যন্ত দু’দলের মোট ৪৭ বারের দেখায় জার্মানদের ১৭ জয়ের বিপরীতে ডাচরা জয় পেয়েছে ১২ ম্যাচে। আর ১৮ ম্যাচেই হয়েছে ড্র। যদিও সবশেষ ৫ ম্যাচে জয়ের পাল্লা ভারী জার্মানদের দিকে। তারপরও শীর্ষস্থান মজবুত রাখার লড়াইয়ে ডাচদের হালকাভাবে নেয়ার সুযোগ নেই তাদের। নেশন্স লিগের দু’দলের প্রথম ম্যাচ হয়েছিল ২-২ গোলের ড্র।
ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে জার্মানির কোচ হুলিয়ান নাগেলসম্যান বলেন, ‘ভালো প্রতিপক্ষের সঙ্গে একটা জমজমাট ম্যাচ হবে। আগের ম্যাচটা বেশ উত্তেজনাপূর্ণ ছিল। যেই ফলাফল হয়েছে সেটা নিয়ে আমরা সন্তুষ্ট। যদিও আমি মনে করি আমরা ভালো দল ছিলাম, ম্যাচটাও জিততে পারতাম। এ ম্যাচেও আমরা সেটাই চেষ্টা করব। তবে, এ ম্যাচের চ্যালেঞ্জটা অনেক বেশি।’
নেশন্স লিগে জার্মানদের ঘাড়ে নিশ্বাস ফেলছে নেদারল্যান্ডস। ৫ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দ্বিতীয়স্থানে। তবে, বসনিয়ার বিপক্ষে জয় পেলেও সবশেষ ম্যাচে তুলনামূলক সহজ প্রতিপক্ষ হাঙ্গরির সঙ্গে ড্র করে কিছুটা ব্যাকফুটে আছে ডাচরা। তবে, ম্যাচের আগে এর চেয়ে বড় চিন্তা ফুটবলারদের বিশ্রাম ও ইনজুরি নিয়ে।
ডাচ কোচ রোনাল্ড কোম্যান বলেন, ‘এ ম্যাচে আমি এখন আমাদের ফেবারিট মনে করি না। আমাদের বেশ কয়েকজন ফুটবলার ইনজুরিতে আছেন, অধিনায়ককেও এ ম্যাচে পাব না। ঘরের মাঠে তারা বাড়তি সুবিধা নেবে এটাই স্বাভাবিক। তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আগের ম্যাচে আমরা জয়ের খুব কাছে গিয়েছিলাম। এ ম্যাচে যদি ভুল কম করি তাহলে ভালো কিছুই হবে আশা করছি।’
হাংঙ্গেরির বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন ডাচ অধিনায়ক ফন ডাইক। এছাড়া হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন ন্যাথান আকে, এ ম্যাচে ইয়ার্ডি স্কাউটেকেও পাবে না ডাচরা। ম্যাচে সম্ভাব্য ৪-৩-৩ ফরমেশনে দল মাঠে নামাতে পারে ডাচ বস।
কিউএনবি/আয়শা/১৪ অক্টোবর ২০২৪,/রাত ১১:১৫