এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডের দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন। বুধবার (২ অক্টোবর) শহরের প্রেসক্লাব চত্বরে মানব বন্ধন করেন। পরে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রেরণ করেন।
বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমম্বয় পরিষদের ব্যানারে এ কর্মসুচি পালন করা হয়। এ সময় বক্তৃতা করেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মকলেছুর রহমান, নুর-ই আলম, শাহীন মাহাবুব, মেহেদী আল মাছুদ, মজনুর রহমান, অভিজিৎ কুমার রায়, হারুন- অর রশিদ খান, জয়নুর রহমান, জাকির হোসেন, ওহিদুল ইসলাম, সাইফুল ইসলাম ও সাহীদুজ্জামান সবুজ প্রমুখ।
উপজেলা সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ এ কর্মসুচিতে অংশ গ্রহণ করেন। তারা দীর্ঘ সময় শহরের প্রেসক্লাব চত্বরে মানব বন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রেরণ করেন। শিক্ষক নেতারা বলেন, সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডের দাবিতে এ কর্মসুচি পালন করা হয়।
এ সময় বক্তারা বলেন, ২০০৯ সাল থেকে আটকে থাকা সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দ্রুত বাস্তবায়নসহ সহকারী শিক্ষক এন্ট্রিপদ ধরে পরিচালক পর্যন্ত যোগ্যতার ভিত্তিতে শতভাগ পদোন্নতি দিতে হবে। এছাড়া ৮ম পে স্কেলে টাইম স্কেল ও সিলেকশন গ্রেট পুনর্বহাল, প্রতি তিন বছর পর পর স্বয়ংক্রিয়ভাবে শ্রান্তি বিনোদন ভাতা, মাসিক সমন্বয় সভায় সহকারী শিক্ষক প্রতিনিধির উপস্থিত নিশ্চিতসহ মোট ১৪টি দাবি তুলে ধরেন তারা। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে উপজেলার প্রায় সাড়ে ৬শ প্রাথমিক শিক্ষক অংশগ্রহণ করেন।
কিউএনবি/অনিমা/০২ অক্টোবর ২০২৪,/রাত ৮:১৩