আন্তর্জাতিক ডেস্ক : এর আগে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে স্থল আক্রমণ শুরু করেছে ইসরাইল- এমন ঘোষণা দেয়ার পর এই সতর্কবার্তা দিল তেহরান। ইসরাইলের হামলায় গত সপ্তাহে হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ নিহত হন।
হোয়াইট হাউজের একজন সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘ইরান ইসরাইলের বিরুদ্ধে অতিসত্বর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে।’
‘আমরা এই সম্ভাব্য হামলার বিরুদ্ধে সক্রিয়ভাবে ইসরাইলকে রক্ষা করার জন্য প্রতিরক্ষামূলক প্রস্তুতিকে সমর্থন করছি’, বলেন ওই মার্কিন কর্মকর্তা।
এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্য পশ্চিমা মিত্ররা এপ্রিলে ইরানের একটি সম্মিলিত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার বিরুদ্ধে ইসরাইলকে রক্ষা করতে পদক্ষেপ নিয়েছিল। যা দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরাইলি হামলার প্রতিশোধ হিসেবে তেহরান শুরু করেছিল।
মার্কিন কর্মকর্তা আরও বলেন, ‘ইসরাইলের বিরুদ্ধে ইরানের সরাসরি সামরিক হামলা তেহরানের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে।’ইরান এর আগে ঘোষণা দিয়েছিল যে, নাসরুল্লাহ হত্যা ইসরাইলের জন্য ‘ধ্বংস’ ডেকে আনবে। যদিও পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানায়, তেহরান ইসরাইলকে মোকাবেলায় সেনা মোতায়েন করবে না।
এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু সোমবার ইরানের প্রতি কঠোর হুঁশিয়ারি জারি করে বলেন, ‘মধ্যপ্রাচ্যের এমন কোন জায়গা নেই যেখানে ইসরাইল পৌঁছাতে পারবে না।’
তবে ইসরাইলে ইরান হামলা চালালে তা বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়ে তুলবে; যা মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এড়াতে চায়।
মার্কিন যুক্তরাষ্ট্র সতর্কতার সঙ্গে উত্তর ইসরাইলে হিজবুল্লাহ যাতে আক্রমণ চালাতে না পারে সেজন্য ইসরাইলের পদক্ষেপকে সমর্থন করছে। এমনকি প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধবিরতির আহ্বান জানানো সত্ত্বেও।
সূত্র: এনডিটিভি
কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৪,/রাত ৯:৪৪