শিমুল দেব উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে ডুবে জিসান বাবু নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (১ অক্টোবর) পশ্চিম কালপানি বজরা এলাকায়। এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার বজরা ইউনিয়নের পশ্চিম কালপানি বজরা এলাকার নুর ইসলামের ছেলে জিসান বাবু সকালে বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় পরিবারের লোকজন নিজেদের কাজে ব্যস্ত ছিলেন।
কিছু সময় পর সন্তানকে না দেখতে পেয়ে মা আশপাশে খোঁজাখুজি করতে থাকেন। একপর্যায়ে বাড়ির পিছনে থাকা পুকুরের পানিতে জিসান বাবুকে ভাসতে দেখেন পরিবারের লোকজন। এরপর স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরদার পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, কোন অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:৪৮