জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যােগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১অক্টোবর) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো.মিজানুর রহমান এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনজুর আলম।
সভায় বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা মাটিরাঙ্গা থানার ইন্সপেক্টর তদন্ত মো.শরীফ, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা:মিল্টন এিপুরা, পৌর বিএনপির সভাপতি মো.শাহ জালাল কাজল,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো.শাহাদাৎ হোসেন,মাটিরাঙ্গা জোন প্রতিনিধি জোন এনসিও সার্জেন্ট মো.শামস, মাটিরাঙ্গা ফায়ার স্টেশন অফিসার মো.হারুন উর রশীদ,যামিনী পাড়া জোনের সুবেদার মো.মফিজুল, খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবির প্রতিনিধি, মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ এর ইমাম হাফেজ মাও:মো.হারুন উর রশীদ, বৈষম্য বিরোধী ছাএ আন্দোলনের প্রতিনিধি মো.ফয়েজুল্যাহ প্রমুখ।
মাটিরাঙ্গা উপজেলা কেন্দ্রীয় কালী মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি লিটন পাল জানান, এ বছর উপজেলায় অন্তত ৯টি মন্ডপে দুর্গোৎসব ও দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী ৯ অক্টোবর বুধবার ষষ্ঠি পূজার মধ্যদিয়ে দূর্গাপূজা ও দুর্গোৎসব শুরু হবে এবং ১৩ অক্টোবর রবিবার বিজয়া দশমীতে বিসর্জনের মধ্যদিয়ে দুর্গোৎসবের সমাপনী ঘটবে। যথাযথ মর্যাদায় দুর্গোৎসব উদযাপনে সকলের সমার্বিক সহযোগিতা কামান করেন তাঁরা।
সহ উপজেলার ৯টি দুর্গাপূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকগণ উপস্থিত থেকে নিজ নিজ মন্তব্য ব্যক্ত করেন। বক্তারা বলেন, উপজেলার ৭ ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৯ টি দূর্গাপূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই মন্দির কমিটির লোকজন দুর্গাপূূজা উপলক্ষে মন্দিরগুলো সজিয়ে তুলছেন।
মাটিরাঙ্গা থানার ইন্সপেক্টর তদন্ত মো.শরীফ জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে থানা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া উপজেলার প্রতিটি পূজা মন্ডপে পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশ ও আনসার বাহিনীর নারী-পুরুষ সদস্যগন নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। পূজা মন্ডপ এলাকায় ইভটিজিং ও মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সারা দেশের ন্যায় মাটিরাঙ্গা উপজেলায় বিশেষ সতর্কতাসহ ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও তিনি জানান।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো.মনজুর আলম বলেন, প্রতিটি মন্দিরে আনসার ভিডিপির সদস্যরা ২৪ ঘন্টা থাকবে। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সার্বক্ষনিক ভাবে দায়িত্ব পালন করবে। থাকবে সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনী সহ গোয়েন্দা নজরদারীও। উপজেলার সীমান্তঘেষা মন্দিরগুলোতে থাকবে বিজিবি সদস্যরা। পূজা চলাকালীন সময়ে কোন ধরণের গুজবে কান দেবেন না। যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাই সজাগ থাকবেন। এর পরেও যদি কোন ধরণের ঘটনা ঘটার আশঙ্কা মনে করেন তাহলে সঙ্গে সঙ্গে মন্দির প্রাঙ্গণে দেওয়া প্রশাসনের মোবাইল নম্বরে ফোন করে দ্রুত জানাতে আহবান জানান তিনি।
কিউএনবি/আয়শা/০১ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:৩৪