আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মানিক সাহা বলেন, বাংলাদেশের জনগণকে তাদের স্বাধীনতায় ভারতের অবদান মনে রাখা উচিত। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন,বাংলাদেশ নিয়ে কথা বলে লাভ নেই। আমরা ভেবেছিলাম, বাংলাদেশে ফ্লাইট পরিষেবা এখনই শুরু হবে, কিন্তু সেখানকার বর্তমান পরিস্থিতি… এটা নিশ্চিতভাবেই একদিনে পরিস্থিতির উন্নতি ঘটবে না।
ভারত ছাড়া বাংলাদেশের অবস্থার উন্নতি হবে না। তাদের বোঝা উচিত। আমাদের সেনাবাহিনী যে ত্যাগ স্বীকার করেছে এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য আমাদের জনগণ যে সহায়তা দিয়েছে তা তাদের ভুলে যাওয়া উচিত নয়। বাংলাদেশের উদ্দেশে মানিক সাহা আরও বলেন, ‘আমি বারবার মনে করিয়ে দিতে চাই, মনে রাখবেন, ত্রিপুরার জনগণ কীভাবে আপনাদের স্বাধীনতার জন্য সাহায্য করেছিল।
আমরা সম্ভাব্য সব উপায়ে সাহায্য দিয়েছি… বাংলাদেশে যেভাবে চলছে সেভাবে চলতে পারে না।’ এর আগে গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে এশিয়া সোসাইটি ও এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানে দেয়া বক্তব্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন, প্রতিবেশী রাষ্ট্রগুলোর রাজনৈতিক বিষয়ে নিয়ন্ত্রণের চেষ্টা চালায় না ভারত। বাংলাদেশের পরিস্থিতি এখন কিছুটা অন্যরকম উল্লেখ করে জয়শঙ্কর বলেন, ‘গত এক দশকে ভারত এমন কিছু প্রকল্পে কাজ করেছে যা উভয় দেশের জন্যই মঙ্গলজনক। সার্বিকভাবে অর্থনৈতিক কার্যক্রম বেড়েছে।’
কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:০২