শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় কাভার্ডভ্যান চালককে হত্যা; গ্রেফতার-৫ নির্বাচন নিয়ে রোববার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক নুরের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস তৌহিদ আফ্রিদি কারাগারে ইংল্যান্ড সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ পেল যারা রাজধানীতে ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ ফুলবাড়ী দিনাজপুর মহা সড়কের বিজিবি ক্যাম্পের দুই ধারে স্পিড ব্রেকার দেওয়ায় দূর্ঘটনা বাড়ছে আগাছা নাশক স্প্রে করে জমির ফসল নষ্ট করার অভিযোগ রাঙামাটিতে মাদকসহ আটক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার রাঙামাটি রাজবন বিহারে মহাসংঘদানানুষ্ঠােন দেশের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থণা

১৬ সেপ্টেম্বর: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ঘটনাবলি

১৮১২ – মস্কো শহরে অগ্নিকাণ্ডে একদিনে প্রায় তিন-চতুর্থাংশ শহর পুড়ে যায।

১৯০৮ – জেনারেল মোটরস করপোরেশনের প্রতিষ্ঠা।
১৯২০ – ওয়াল স্ট্রিটে জেপি বিল্ডিংয়ের সামনে শক্তিশালী বোমা বিস্ফোরণ হলে ৩৮ জন মারা যান এবং প্রায় ৪০০ লোক আহত হন।
১৯৩১ – হিজলি জেলে রাজবন্দিদের উপর পুলিশ গুলি চালায়। লিবিয়ায় ইতালির উপনিবেশবিরোধী স্বাধীনতাকামী নেতা ওমর মুখতারকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়।
১৯৩৯ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর প্রথম মাসে জার্মানির সেনারা পোল্যান্ডের রাজধানী ওয়ারশো অবরুদ্ধ করে।
১৯৪০ – যুক্তরাষ্ট্র ২১ থেকে ৩৫ বছর বয়স্ক পুরুষদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করে।
১৯৪১ – ইরানের রেজা শাহ পাহলভি সিংহাসন পরিত্যাগ করেন।
১৯৫৩ – যুক্তরাষ্ট্রের রক্সি থিয়েটারে বিশ্বের প্রথম সিনেমাস্কোপ চলচ্চিত্র ‘দ্য রোব’ প্রদর্শিত।
১৯৫৫ – আন্তর্জাতিক কপিরাইট কনভেনশন চালু হয়।
১৯৭৫ – পাপুয়া নিউগিনি স্বাধীনতা লাভ করে।
১৯৭৮ – রিখটার স্কেলে ৭.৫-৯ মাত্রার ভূমিকম্পে ইরানের তারা শহরে প্রায় ২৫ হাজার লোকের মৃত্যু হয়।
১৯৮৭ – বিশ্বের ২৭টি দেশ ভূ-পৃষ্ঠের বায়ুমণ্ডলকে রক্ষা করার জন্য ক্লোরোফ্লোরো কার্বন গ্যাস ব্যবহারে বিধিনিষেধ প্রয়োগে চুক্তিবদ্ধ হয়।
জন্ম

১৫০৭ – জিয়াজিং, চীন সম্রাট।

 
১৭৪৫ – মিখাইল কুটুযোভ, রাশিয়ান ফিল্ড মার্শাল।
১৮৫৩ – আলব্রেখ্‌ট কসেল, জার্মান প্রাণরসায়নবিজ্ঞানী এবং জিনতত্ত্ব অধ্যয়নের অন্যতম পথিকৃৎ।
১৮৫৮ – বোনার ল্‌, কানাডিয়ান স্কটস-মহাজন, রাজনীতিবিদ ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন।
১৮৫৯ – ইউয়ান সিকাই, চীনা সাধারণ ও রাজনীতিবিদ ও চীন প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ছিলেন।
১৮৮৮ – ফ্রান্স ইমিল সিলান্‌পা, নোবেল পুরস্কার বিজয়ী ফিনিশ লেখক।
১৮৯৩ – আলবার্ট সেজেন্ট-গোর্গি, নোবেল পুরস্কার বিজয়ী হাঙ্গেরিয়ান প্রাণরসায়নবিদ। গিরিজাপতি ভট্টাচার্য, বিজ্ঞান গবেষক ও সাহিত্যিক।
১৯১৩ – দীনেশ দাস, বিশ শতকের ভারতের বাঙালি কবি।
১৯১৬ – এম এস শুভলক্ষ্মী, ভারতরত্নে সম্মানিত কর্ণাটকি শাস্ত্রীয় সংগীতের বিশিষ্ট সংগীতশিল্পী।
১৯২৩ – লি কুয়ান ইউ, সিঙ্গাপুরের আইনজীবী, রাজনীতিবিদ ও ১ম প্রধানমন্ত্রী।
১৯২৪ – লরেন বাকল, মার্কিন অভিনেত্রী।
১৯২৭ – পিটার ফক, মার্কিন অভিনেতা।
১৯৩০ – আবদুল গফুর মজিদ নূরানী, প্রখ্যাত ভারতীয় আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ ও লেখক।
১৯৩২ – জর্জ চাকিরিস, মার্কিন নৃত্যশিল্পী, গায়ক ও অভিনেতা। মিকি স্টুয়ার্ট, ইংরেজ সাবেক ক্রিকেটার ও কোচ।
১৯৫২ – মিকি রুর্ক, মার্কিন বক্সার এবং অভিনেতা।
১৯৫৬ – ডেভিড কপারফিল্ড, মার্কিন যাদুকর এবং অভিনেতা।
১৯৫৮ – জেনিফার টিলি, মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী।
১৯৫৯ – ডেভিড জন রিচার্ডসন, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার, ম্যানেজার ও আইনজীবী।
১৯৬৬ – অশঙ্কা প্রদীপ গুরুসিনহা, শ্রীলংকান ক্রিকেটার।
১৯৬৮ – ওয়াল্ট বেকার, মার্কিন পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার। মার্ক এন্থনি, মার্কিন গায়ক, গীতিকার, অভিনেতা ও প্রযোজক।
১৯৭১ – এমি পোয়েহলের, মার্কিন অভিনেত্রী, কৌতুকাভিনেতা ও প্রযোজক।
১৯৭৬ – টিনা বারেট, ইংরেজ গায়ক, গীতিকার ও অভিনেত্রী।
১৯৮১ – ফ্যান বিংবিং, অভিনেত্রী, টেলিভিশন প্রযোজক এবং পপ গায়িকা। অ্যালেক্সিস বলেডেল, মার্কিন অভিনেত্রী।
১৯৮৪ – সেরগিনহ কাটারিনেন্সে, ব্রাজিলিয়ান ফুটবল খেলোয়াড়। কেটি মেলুয়া, জর্জিয়ান বংশোদ্ভূত ইংরেজ গায়ক, গীতিকার ও গিটার।
১৯৯২ – নিক জোনাস, মার্কিন গায়ক, গীতিকার, অভিনেতা এবং রেকর্ড প্রযোজক।
 
মৃত্যু

৩০৭ – ফ্লাভিউস ভ্যালেরিয়াস সেভেরাস, রোমান সম্রাট।

 
১৭৩৬ – ডানিয়েল গাব্রিয়েল ফারেনহাইট, পদার্থবিজ্ঞানী, প্রকৌশলী এবং গ্লাসে ফুৎকারপ্রদানকারী।
১৭৮২ – ফারিনেলি, ইতালীয় গায়ক।
১৮৭৫ – আনন্দচন্দ্র বেদান্তবাগীশ, ব্রাহ্মসমাজের কর্মকর্তা ও বাঙালি লেখক।
১৯২৫ – আলেক্সান্দ্র্‌ আলেক্সান্দ্রোভিচ ফ্রিদমান, রুশ গণিতজ্ঞ, বিশ্বতত্ত্ববিদ এবং পদার্থবিজ্ঞানী।
১৯৩১ – ওমর আল-মুখতার, প্রখ্যাত লিবীয় স্বাধীনতাকামী যোদ্ধা। সন্তোষ কুমার মিত্র, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী শহীদ। তারকেশ্বর সেনগুপ্ত, ভারতের স্বাধীনতা আন্দোলনকারী, সূর্য সেনের বিপ্লবী দলের সদস্য ও চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম কর্মী।
১৯৩২ – রোনাল্ড রস, নোবেল পুরস্কার বিজয়ী স্কটিশ চিকিৎসক।
১৯৪২ – হীরেন্দ্রনাথ দত্ত, খ্যাতিমান আইনজীবী, চিন্তাশীল লেখক এবং বিশিষ্ট পণ্ডিত।
১৯৪৪ – গুস্টাভ বাউয়ের, জার্মান সাংবাদিক, রাজনীতিবিদ ও ১১তম চ্যান্সেলর।
১৯৪৬ – জেমস জিনস, প্রখ্যাত ইংরেজ প্রাবন্ধিক ও বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক।
১৯৫৭ – কই বাইসই, চীনা চিত্রশিল্পী।
১৯৬৫ – ফ্রেড কুইম্বি, প্রখ্যাত মার্কিন অ্যানিমেশন নির্মাতা।
১৯৭৩ – ভিক্টর হারা, চিলির গায়ক, গীতিকার, কবি ও পরিচালক।
২০০৭ – রবার্ট জর্ডান, মার্কিন প্রকৌশলী ও ‘হুইল অব টাইম’ সিরিজ বইয়ের লেখক।

 

কিউএনবি/আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2025
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit