মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে শনিবার দুপুরে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও যুগ্ম- আহ্বায়ককে বহিষ্কার করার পর ওই দিন রাতেই উপজেরা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল হক শামীম কে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কুষ্টিয়া জেলা শাখার দপ্তর সম্পাদক শাহরিয়ার ইমন রুবেল সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ ও সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপলের সিদ্ধান্ত ক্রমে তাদের বহিষ্কার করা হয়েছে। এ ছাড়াও একই বিজ্ঞপ্তিতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বহিষ্কৃত নেতার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।বিজ্ঞপ্তিতে সাংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণœ কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ আনা হলেও কী ধরণের শৃঙ্খলা ভঙ্গ তা উল্লেখ করা হয়নি।
তবে এ বিষয়ে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ জাকারিয়া উৎপল এর কাছে জানতে চাইলে তিনি বলেন, দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসে চাঁদাবাজির অভিযোগ ও দলের নেতা কর্মীদের ওপর হামলার অভিযোগ পেয়েছিলাম তার ভিত্তিতে তদন্ত করে সত্যতা প্রমাণ হওয়ায় কেন্দ্রের নির্দেশক্রমে তাকে বহিষ্কার করা হয়েছে।
কিউএনবি/অনিমা/০৮ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:২০