শনিবার বিকেলে আশুলিয়ার বাইপাইলে দেশের বিভিন্ন শিল্প কল-কারখানা ভাংচুর ও শ্রমিক অসন্তুষ্টি সৃষ্টিকারী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে এক শ্রমিক সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এদেশের মানুষ গণতন্ত্র প্রিয় মানুষ, শান্তি প্রিয় মানুষ, ভোটের মাধ্যমে সরকার গঠনে এদেশের যে চিরাচরিত নিয়ম, সে নিয়ম ভঙ্গ করে আজকে কথিত স্বৈরাচার যে পালিয়ে গেছে, হাসিনা এবং আওয়ামী বাকশালীরা বাংলাদেশের জনগণের উপরে এক জগদ্বল ফেসিবাদ চাপিয়ে দিয়ে দেশ থেকে আইনের শাসনকে নির্বাসিত করেছিল।
গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছিল, ভোটের অধিকার ব্যালটের অধিকার আজকে বুটে পিষ্ট করে, দেশ থেকে মানুষের বেঁচে থাকার অধিকারকে আজকে নির্বাসিত করে দিয়েছিল। বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা পাচার করে, দেশের মানুষের অধিকার নিয়ে যারা ছিনিমিনি খেলেছিল, জিনিসপত্রের দাম হুহু করে বেড়েছে, জনগণের উপর ট্যাক্স আদায় করেছে, অথচ মানুষের কল্যাণ এবং মঙ্গলের জন্য সেই ফ্যাসিবাদী দু:শাসক আওয়ামী লীগ এবং তার নেত্রী হাসিনা আমাদের জন্য কোনকিছু করেনি।
শ্রমিক সমাবেশে এসময় বিশেষ অতিথি বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা: দেওয়ান মো: সালাউদ্দিন বাবু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন, বিশেষ বক্তা বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর খান, ঢাকা জেলা শ্রমিক দলের সভাপতি দীন ইসলাম, সাধারণ সম্পাদক হোসেন আলী ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
আশুলিয়া থানা শ্রমিক দলের সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল খালেকের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, সাভার থানা বিএনপির সভাপতি সাইফুল ইসলান, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল গফুর, ঢাকা জেলা মোঃ স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান মোহন, ঢাকা জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসাইন মুন্সী ও আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জিল্লুর রহমান প্রমূখ।