ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এক নারীসহ আরো তিন জন আহত হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
জেলা কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের মো. সুলতান খান (৭০) নামের এক বৃদ্ধকে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। পুলিশ জানায়, জমি নিয়ে গত দুই বছর ধরে দ্বন্ধ চলছিলো প্রতিপক্ষের
সঙ্গে। শনিবার সকালে বিরোধীয় জমিতে প্রতিপক্ষ মনির হোসেন, স্বপন মিয়া এবং শহিদ মিয়া চাষাবাদ করতে গেলে সুলতান খান তাদোর বাধা দেয়।
এসময় মনির হোসেন ও স্বপন মিয়াসহ আরো ৫-৬ মিলে সুলতান খানের মাথায় কোপ দিয়ে এবং পিটিয়ে আহত করে। আহত অবস্থায় দুপুর সারে ১২ টায় সুলতানকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান,মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ হত্যা ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের
প্রস্তুতি নেওয়া হয়ছে।
কিউএনবি/আয়শা/০৭ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৪৪