আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে ঐতিহ্যবাহী শতবর্ষী বিদ্যাপিঠ বহুমুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম এবং সিনিয়র শিক্ষক ভক্তি বিনোদ রায়, অফিস সহকারী আলী হোসের স্যারের অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (০২ সেপ্টেম্বর) সকাল ১১টায় স্কাউটের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করে বিদ্যালয় হলরুমে এক আলোচন সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যানেজিং কমিটির সভাপতি নাজমুল আলম এর সভাপতিত্বে সিনিয়র শিক্ষক ফাতেমা খাতুনের সঞ্চালনায় অতিথি হিসাবে উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শাকেরিনা বেগম, দাতা সদস্য আখতারুজ্জামান সুমন, মামুনুর রশিদ বসুনিয়া সজিব, উজ্জল কাঞ্জিলাল প্রমূখ বক্তব্য রাখেন।
এ সময় শিক্ষক, বর্তমান ও সাবেক ছাত্র, অভিভাবকসহ অনেকে বিদায়ি শিক্ষকদের হাতে ফুলের শুভেচ্ছা ও উপহার সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে বিদায়ি শিক্ষক রবিউল আলম, ভক্তি বিনোদ রায়, অফিস সহকারী আলী হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিন, শিক্ষক জাবেদুল ইসলাম সানবীন, মনিরা খাতুন, মেহেরুন আক্তার পলিন বক্তব্য রাখেন।
রবিউল আলম স্যার ১৯৯০ সালে সহকারী শিক্ষক হিসাবে বিদ্যালয়ে যোগদান করেন এবং ২০০৯ সালে প্রধান শিক্ষকের দ্বায়িত্ব গ্রহন করে। দীর্ঘ ৩৪ বছর সফলতার সাথে দ্বায়িত্ব পালন করে একাধীক বার শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা পান তিনি। স্যারের বিদায় কালে অশ্রুসিক্ত নয়ন জল ছিলো সকলের চোখে। কান্নার ঢলে বিদ্যালয় প্রাঙ্গণের বাতাস ভাড়ী হয়ে উঠেছে। সকলের কাছে দোয়া কামনা করেন বিদায়ী শিক্ষকগণ।
কিউএনবি/আয়শা/০২ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১১:০৫