শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন

সেনা পরিচয়ে প্রতারকদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান আইএসপিআরের

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৪৯ Time View

ডেস্ক নিউজ :  ইদানিং কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো প্রতারকদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বুধবার আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায়।

এতে বলা হয়, ইদানিং পরিলক্ষিত হচ্ছে যে, কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি বা গোষ্ঠী বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে বেসামরিক পোশাকে সরকারি অফিস, করপোরেট অফিস, পারিবারিক বাসস্থান, শপিংমল ও দোকানে তল্লাশি চালাচ্ছে এবং ফোনকলের মাধ্যমে চাঁদাবাজির চেষ্টা করছে।

আপনাদের সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক পোশাকে এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর (পুলিশ ও র‍্যাব ইত্যাদি) উপস্থিতি ছাড়া এ ধরনের কোনও অভিযান পরিচালনা করে না। এর পরিপ্রেক্ষিতে, জনসাধারণকে প্রতারিত না হয়ে সতর্ক থাকতে অনুরোধ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আপনাদের সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য।

কিউএনবি/অনিমা/২১ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit