স্পোর্টস ডেস্ক : লয়েডের নেতৃত্বে ১৯৭৫ ও ১৯৭৯ সালে বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ। তখন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট সাফল্যের পেছনেও বিরাট ভূমিকা পালন করেছেন লয়েড। ব্যাটসম্যান হিসেবেও দুর্দান্ত একজন ক্রিকেটার ছিলেন তিনি।
ক্রিকেট চর্চায় এখনও ঘুরে ফিরে আসে লয়েডের ওয়েস্ট ইন্ডিজের কথা। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০-র বেশি টেস্ট খেলেছেন। ৭৪টি টেস্টে দলকে নেতৃত্ব দিয়ে হার মাত্র ১২টি ম্যাচে।
গত রোববার (২৮ জুলাই) গ্রেনাডায় কনফারেন্স অব হেডস অব গভর্নমেন্ট অব দ্য ক্যারিবিয়ান কমিউনিটির (কারিকম) ৪৭তম বৈঠকে লয়েডকে ওসিসি সম্মানে ভূষিত করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি ড. কিশোর শ্যালো।
তিনি বলেন, ‘এই পুরস্কার এমন একজন মানুষকে নিবেদন করা হল, যিনি কেবল ক্রিকেট খেলে উজ্জ্বল নন, ক্যারিবিয়ানদেরও নেতৃত্ব ও অনুপ্রেরণার উৎস। ক্রিকেটে ক্লাইভ লয়েডের অবদান অতুলনীয়।’
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১১০ টেস্ট ও ৮৭ ওয়ানডে খেলা লয়েড অবসর নেওয়ার পর কোচ, নির্বাচক ও ম্যাচ রেফারির ভূমিকায় ক্রিকেটের সঙ্গে সংযুক্ত ছিলেন। ২০১৯ সালে ক্লাইভ লয়েডকে নাইটহুডও দেয়া হয়েছে।
কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২৪,/দুপুর ২:৩৪