স্পোর্টস ডেস্ক : ভারতবর্ষ স্বাধীনতা পাওয়ার আগে ১৯০০ সালে নরমান প্রিচার্ড একই অলিম্পিকে জিতেছিলেন দুটি পদক। সেই আসরও হয়েছিল প্যারিসে। ১২৪ বছর পর সেই প্যারিসেই তার কীর্তির পুনরাবৃত্তি হল। তবে কিছুটা ভিন্নতা অবশ্য আছে।
অ্যাথলেটিক্সে রৌপ্যপদক জেতা প্রিচার্ড ভারতের হয়ে পদক জিতলেও তিনি মূলত ছিলেন ব্রিটিশ। তাই বলা যায় ভারতীয় হিসেবে একই অলিম্পিকে দুটি পদক জয়ের কীর্তিতে মনুই প্রথম। ১০ মিটার এয়ার পিস্তল মিশ্র দ্বৈত ইভেন্টে মনু তার সতীর্থ সরবজোত সিংকে নিয়ে দক্ষিণ কোরিয়ার ওনহো লি ও জিন ওহ ইয়েকে ১৬-১০ পয়েন্টের ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জপদক জিতেছেন।
কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২৪,/দুপুর ২:০০