স্পোর্টস ডেস্ক : ২০১৮ এশিয়া কাপের সুখস্মৃতি ফেরানো তো দূরের কথা, সেমিফাইনালে ভারতের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি বাংলাদেশ। ডাম্বুলায় শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৮০ রান করে জ্যোতির দল। লক্ষ্যতাড়ায় নেমে সেটা ৫৪ বল এবং ১০ উইকেট হাতে রেখে পেরিয়ে যায় হারমানপ্রীত করের ভারত।
কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২৪,/বিকাল ৫:০০