আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে আনন্দলোক বিদ্যালয়ের তহবিল সংগ্রহ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।জাতীয় পর্যায়ে অলাভজনক সংস্থা আনন্দলোক ট্রাস্ট ফর এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট আয়োজিত মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১১টায় ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয় হলরুমে ইসমত আরা আকতার ইমু’র উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম।এ সময় অতিথি হিসাবে সহকারী শিক্ষা কর্মকর্তা সুদীপ কুমার শর্মা, আনন্দলোক ট্রাস্টের পরিচালক রিয়াসত করিম, কো-অর্ডিনেটর মিজানুর রহমান জুয়েল, বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, পৌর কাউন্সিলর আখতারুজ্জামান সুমন, সহকারী অধ্যাপক ডেইজী নাসনীন মাশরাফি নীনা, সাবেক ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ বক্তব্য রাখেন।
স্থানীয় ও জাতীয় প্রেক্ষাপট বিবেচনায় আনন্দলোক বিদ্যালয়গুলোকে বৈদেশিক সাহায্য ছাড়া কিভাবে স্থানীয় প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা যায়, সেই বিষয়ে সুধী সমাজের পরামর্শ ও মতামত গ্রহণ ছিল এই আয়োজনের মূলউদ্দেশ্য।অনুষ্ঠানে প্রভাষক এনছানুল হক, শিক্ষিকা মহামায়া দেব বর্মা, নাজমা আক্তার, পল্লীশ্রী প্রকল্পের জেলা সন্বয়কারী মোকিম চৌধুরী, সাংস্কৃতিক কর্মী মিজানুর রহমান সোহাগ, জেলা সন্বয়কারী ধীরাজ রায়, এডুকেশন সুপার ভাইজার সালাউদ্দিন ইউসুফ, ইউপি সদস্য রমেশ চন্দ্র সহ অনেকে তারা তাদের মতামত ব্যক্ত করেন।অনুষ্ঠানে জাতীয় সংস্থার প্রতিনিধিগণ, শিক্ষক, প্রভাষক, শিক্ষানুরাগী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, শিক্ষার্থী এবং বিভিন্ন স্তরের শ্রেণি পেশার মানুষ মতবিনিময় সভায় অংশগ্রহন করেন।
কিউএনবি/অনিমা/১৭ জুলাই ২০২৪/সকাল ১১:৪০