মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ ও সরকারি চাকরিতে কোটা সমস্যার যৌক্তিক সমাধানের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন জেলার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (১৬ জুলাই) বিকালে শহরের আবুল কাশেম ময়দান থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ সুপারের কার্যালয়ের সামনের জয়পুরহাট – বগুড়া সড়ক অবরোধ করে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, আমাদের এই আন্দোলন স্বতঃস্ফূর্ত আন্দোলন। আগামী দিনে কেন্দ্রীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যে কর্মসূচি দেওয়া হবে সেটিই বাস্তবায়ন করা হবে। বিক্ষোভ আন্দোলন শেষে শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীদের আন্দোলনের স্থান ত্যাগ করতে দেখা যায়।
কিউএনবি/অনিমা/১৬ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৭:৫১