আখাউড়া থানার সাব-ইন্সপেক্টর মোঃ মোবারক আলী সঙ্গীয় ও অফিসার ও ফোর্থ সহ এ অভিযান পরিচালনা করে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম সেবা জানান, পৌর শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভুঁইয়া রেষ্ট হাউজে অভিযান চালানো হয়।অভিযানকালে অসামাজিক কার্যকলাপের দায়ে ০৩ জন নারী-পুরুষকে আটক করা হয়। আসামিদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে প্রসিকিউশন দাখিল পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।
কিউএনবি/অনিমা/১৬ জুলাই ২০২৪,/বিকাল ৫:৫৪