বাদল আহাম্মদ খান,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার খারপাড়ায় সোমবার সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। তারা হলেন, খারপাড়ার সুমন মিয়ার স্ত্রী কুলসুম বেগম (৪০) ও তার ছেলে আরিফুল ইসলাম (১৯)। এ ঘটনায় কুলসুম বেগমের মেয়ে সানজিদা আক্তার আহত হয়েছে।
ঘটনা সত্যতা নিশ্চিত করে কসবা থানার অফিসার ইনচার্জ)(ওসি) রাজু আহমেদ জানান, কিছু দিন আগে সুমন মিয়া তার বসত বাড়িতে টিনের একটি ঘর তৈরী করেন। সোমবার সন্ধ্যার দিকে তার ছেলে আরিফুল ওই ঘরে বিদ্যুতের লাইনের কাজ করতে গিয়ে অসতর্কতা বসত বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে ছেলেকে বাঁচাতে গিয়ে মা কুলসুম বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়।
পরে ঘরে থাকা তার বোন এসে দুইজনকে উদ্ধার করতে গেলে সেও বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন তিনজনকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন। আহত সানজিদাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কিউএনবি/অনিমা/১৬ জুলাই ২০২৪,/সকাল ১০:৩০