বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় সোমবার সন্ধ্যায় ট্রেনের নিচে কাটা পড়ে এল নারীর মৃত্যু হয়েছে। তনে তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি রেলওয়ে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার মো. জসিম উদ্দিন খন্দকার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী চট্টলা এক্সপ্রেস ট্রেন সন্ধ্যার দিকে জেলার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা এলাকায় পৌঁছলে এক অজ্ঞাত নারী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্হলেই মারা যান। তার বয়স আনুমানিক ৪০ বছর হবে। ওই নারী মানসিক প্রতিবন্ধী ছিলো বলে স্থানীয় সূত্রের বরাত দিয়ে তিনি নিশ্চিত করেন।
কিউএনবি/অনিমা/১৬ জুলাই ২০২৪,/সকাল ১০:২০