শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জস্থ জামেয়া ইসলামিয়া আইডিয়াল মাদরাসা এর মাদরাসা মসজিদের জন্য বরাদ্দৃকত জায়গার মূল্য সমপরিমাণ চেক হস্তান্তর উপলক্ষে এক মতবিনিময় সভা ১১ জুলাই বৃহস্পতিবার মাদরাসার অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।
হেতিমগঞ্জ আইডিয়াল মাদরাসার মহাপরিচালক ও মিরাবাজার জামেয়ার সাবেক প্রিন্সিপাল অধ্যাপক আব্দুল হান্নানের সভাপতিত্বে ও মাদরাসার প্রিন্সিপাল মুহিবুল্লাহ হোসনেগীর এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন ইবনে সিনা হাসপাতাল সিলেট এর চেয়ারম্যান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেতিমগঞ্জ আইডিয়াল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা জামীর উদ্দিন, মাদরাসা মসজিদের জন্য বরাদ্দৃকত জায়গার মূল্য প্রদানকারী আল ইখওয়ান পরিষদ বাগলা এর প্রধান নির্বাহী পরিচালক, সমাজসেবী ও সংগঠক, সিলেটের জনপ্রিয় ব্যবসা প্রতিষ্ঠান ডট সাইন এর এম.ডি মাওলানা গোলামুর রহমান গোলাব।
হেতিমগঞ্জ আইডিয়াল মাদরাসার সকল শিক্ষকদের উপস্থিতিতে মসজিদের জন্য বরাদ্দকৃত ১১ ডিসিমেল ভূমির মধ্যে ৬ ডিসিমেল ভূমির মূল্য প্রায়-৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকার চেক প্রধান অতিথির হাতে তুলে দেন মাওলানা গোলামুর রহমান গোলাব। বাকী ৫ ডিসিমেল ভূমির মূল্য খুব শিঘ্রই পরিশোধ করার আশ্বাস প্রদান করেন। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা হাবিবুর রহমান জামেয়া ইসলামিয়া আইডিয়াল মাদরাসা হেতিমগঞ্জ এর মাদরাসা মসজিদ, জামেয়ার নিজস্ব রাস্তা, শিক্ষার মান, এগিয়ে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। এই মাদরাসার শিক্ষার মান ও অবকাঠমো উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২৪,/রাত ১১:২৩