শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন

সাইক্লোনের উদ্যোগে সাংবাদিক ইব্রাহিম খলিল সংবর্ধিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৭৮ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : ঐতিহ্যের ধারাবাহিকতায় সিলেটের সাংবাদিকরা পেশাগত জীবনে দেশে-বিদেশে উজ্জ্বল ভূমিকা রাখছেন। সাংবাদিক ইব্রাহিম খলিল এদেরই একজন যিনি সাংবাদিকতায় প্রতিভার স্বাক্ষর রাখার পাশাপাশি মানবিকতার ক্ষেত্রেও নিজের দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে সবার মন জয় করতে সক্ষম হয়েছেন। এরই বলিষ্ট প্রমাণ অসুস্থ সাংবাদিক কাউসার চৌধুরীর চিকিৎসা সহায়তা তহবিল গঠনে তার নিরলস প্রচেষ্টা।

যুক্তরাজ্যের লন্ডন-বাংলা প্রেসক্লাবের এসিসট্যান্ট ট্রেজারার, যুক্তরাজ্যের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ইব্রাহিম খলিলকে নিয়ে সাইক্লোন কেন্দ্রীয় সংসদের ২৮৮তম সাহিত্য আসরে অনুষ্ঠিত সুহৃদ সম্মিলনে বক্তারা একথা বলেন। গত সোমবার (৮জুলাই) সন্ধ্যায় নগরীর সুবিদবাজারস্থ সিলেট প্রেসক্লাবের আমীনূর রশীদ চৌধুরী মিলনায়তনে বিশিষ্ট লেখক-সাংবাদিক সেলিম আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সুহৃদ সম্মিলনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সদ্যপ্রাক্তন মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক পিপি এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, এপিপি এডভোকেট শামসুল ইসলাম।

দৈনিক সিলেটের ডাক-এর সিনিয়র রিপোর্টার ছড়াকার নূর আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত লেখক-সাংবাদিকরা নিজেদের আনন্দ-বেদনার স্মৃতি শেয়ার করেন, নিজেদের লেখা কবিতা পাঠ করেন, গান পরিবেশন করেন।

সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বিভিন্ন ক্ষেত্রে সিলেটের ঐতিহ্যের কথা উল্লেখ করে বলেন, আমাদের ঐতিহ্য ধরে রাখতে না পারলে একদিন আমরা আমাদের স্বকীয়তা হারিয়ে ফেলবো। এজন্যে আমাদের ঐক্যবদ্ধ প্রয়াস থাকতে হবে এবং তা হতে হবে সকল ক্ষেত্রে। এ নিয়ে লন্ডনের সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের অবকাশ রয়েছে।

এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, সিলেটে নানা দলমতের মানুষের মধ্যে একটি আন্তরিকতা রয়েছে, যা দেশের অনেক স্থানে পাওয়া যায় না, সেই সৌহার্দ্য-সম্প্রীতি আমাদেরকে বজায় রাখতে হবে। আমাদের আচরণ হতে হবে মানবিক। আমি মনে করি রাজনীতিবিদদেরকে সকল প্লাটফরমে যাওয়ার দরকার নেই। সংশ্লিষ্টদেরকে তাদের নিজ নিজ প্লাটফরমে পারফরমেন্স দেখানোর সুযোগ দেয়া উচিত।

সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির বলেন, আমাদের অনুজপ্রতিম সাংবাদিক ইব্রাহিম খলিল যুক্তরাজ্যে অত্যন্ত কর্মঠ-প্রাণচঞ্চল একজন সাংবাদিক। বিশেষ করে আমাদের সহকর্মী সাংবাদিক কাউসার চৌধুরীর সুস্থ চিকিৎসা নিশ্চিত করতে তার প্রচেষ্টা আমরা কখনো ভুলবো না।

ইব্রাহিম খলিল অনুভূতি ব্যক্ত করে বলেন, আজকের সুহৃদ সম্মিলনে আমার সম্পর্কে আমার সিনিয়ররা অনেক প্রশংসাসূচক কথা বলেছেন, যদিও আমি এর যোগ্য নই। তবে অনুরোধ করবো আপনারা আমার জন্যে দোয়া করবেন, যাতে আমি এই যোগ্যতা অর্জন করতে পারি।

সভাপতির বক্তব্যে সেলিম আউয়াল বলেন, নানা মত-পথের মানুষের আজকের মিলনমেলা আমাদের স্মৃতিতে উজ্জ্বল হয়ে থাকবে। যাকে নিয়ে এই আয়োজন, সাংবাদিক ইব্রাহিম খলিল স্বল্প সময়ে অনেক পথ অতিক্রম করেছেন, আমাদের দোয়া থাকবে আরো মর্যাদাপূর্ণ আসনে আসীন হয়ে তিনি মানবতার কল্যাণ সাধন করবেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাইক্লোনের সাধারণ সম্পাদক প্রভাষক ইশরাক জাহান জেলী এবং আলোচনায় অংশ নেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরী, কবি-বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু, লেখক-চিকিৎসক প্রফেসর ডা. আবদুল মজিদ মিয়া, সাংবাদিক এডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন, চ্যানেল এস-এর সিলেট অফিস প্রধান মঈন উদ্দিন মনজু, শাবিপ্রবি’র ডেপুটি রেজিস্ট্রার আহমদ মাহবুব ফেরদৌস, কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী, ভ্রমণকাহিনি লেখক মোয়াজ আফসার, পূবালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার রাজু আহমদ, এডভোকেট কবি আব্দুল মুকিত অপি, দৈনিক সিলেট বাণীর সহসম্পাদক লুৎফুর রহমান তোফায়েল, ঔপন্যাসিক আলেয়া রহমান, কবি-গবেষক শামসীর হারুনুর রশীদ, শিক্ষক কবি ছয়ফুল আলম পারুল, সিলেট অনলাইন প্রেসক্লাবের ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান আবদুল মুহিত, লেখক জুই ইসলাম, সাইক্লোনের সাহিত্য সম্পাদক তাসলিমা খানম বীথি, সাংবাদিক মোহাম্মদ নূরুল ইসলাম, কবি কামাল আহমদ প্রমুখ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন কারি আব্দুল বাছিত এবং স্বরচিত গান পরিবেশন করেন কবি ওমর ফারুক, গীতিকবি কুবাদ বখত চৌধুরী রুবেল।

 

কিউএনবি/আয়শা/০৯ জুলাই ২০২৪,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit