বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : পুলিশই জনতা, জনতাই পুলিশ, তথ্য দিন, সেবা নিন এই স্লোগানকে সামনে রেখে শনিবার বিকেলে আখাউড়া থানাধীন ২নং ধরখার ইউপিস্থ রুটি গ্রামে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলোওয়াতের মাধ্যমে বিট পুলিশিং কার্যক্রমের সূচনা হয়। বিট পুলিশিং কার্যক্রমে সভাপতিত্ব করেন আখাউড়া থানার নবাগত অফিসার ইনচার্জ, মোহাম্মদ মহিউদ্দিন, পিপিএম সেবা । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ দেলোয়ার হোসেন, সহকারী পুলিশ সুপার, কসবা সার্কেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) মোঃ মাসুদ, ইনচার্জ, ধরখার পুলিশ ফাঁড়ি, তাছাড়া ধরখার ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি সহকারী পুলিশ সুপার, মোঃ দেলোয়ার হোসেন বলেন সমাজ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধকল্পে জনগনকে সচেতন হতে হবে। পুলিশকে তথ্য দিয়ে দ্রুত সেবা গ্রহণ নিশ্চিত করতে হবে। তাছাড়া আখাউড়া থানার নবাগত অফিসার ইনচার্জ, জনাব মোহাম্মদ মহিউদ্দিন, পিপিএম বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ নিমূলের জন্য পুলিশকে তথ্য দিয়ে দ্রুত সেবা গ্রহণ সহ পুলিশের কার্যক্রম, সততা, নিষ্ঠা ও গতিশীল করার লক্ষ্যে সহযোগিতা করার জন্য সকলকে আহবান জানান। উক্ত অনুষ্ঠানে প্রায় দুই থেকে আড়াই শত লোক উপস্থিত ছিলেন।
কিউএনবি/অনিমা/০৬ জুলাই ২০২৪,/রাত ১০:৪১