বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন

প্রথম সপ্তাহ’ই পার করতে পারলো না ঈদের তিন ছবি!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ১১২ Time View

বিনোদন ডেস্ক : ঈদের বাজারের ওপরেই অনেকটা টিকে আছে ঢালিউড ইন্ডাস্ট্রি। বিগত কয়েক বছর ধরে ঈদেই বড় বাজেটের ছবিগুলো মুক্তি পায়। তারমধ্যে দু-একটি ছবি ভালো চলে। এর বাইরে সারা বছরের মুক্তিপ্রাপ্ত ছবিগুলো থাকে অনেকটাই নিষ্প্রভ!

এবার ঈদেও মুক্তি পেয়েছে ৫টি সিনেমা। তারমধ্যে শাকিব খানের ‘তুফান’ ছবিটি দর্শক টানছে বলে তথ্য রয়েছে। এর বাইরে কোন সিনেমার অবস্থাই খুব একটা সুবিধাজনক নয়। তারমধ্যে তিনটি ছবি তো প্রথম সপ্তাহই সিনেমা হলে পার করতে পারছে না বলে জানা গেছে।

‘রিভেঞ্জ’ সিনেমাটিতে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও শবনম বুবলী


রাজধানীর স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেলেও দর্শক টানতে পারেনি এমডি ইকবাল পরিচালিত ‘রিভেঞ্জ’ ও মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘ডার্ক ওয়ার্ল্ড’। তিন দিন প্রেক্ষাগৃহে চললেও আশানুরূপ দর্শক নেই উল্লেখ করে সিনেমা দুটি গতকাল বৃহস্পতিবার নামিয়ে দিয়েছেন বলে জানান স্টার সিনেপ্লেক্সের মার্কেটিং ম্যানেজার মেজবাহ উদ্দিন আহমেদ।

‘ডার্ক ওয়ার্ল্ড’-এ রয়েছেন কৌশানি মুখার্জি (কলকাতা)


অন্যদিকে রাজধানীর ব্লকবাস্টার সিনেমাসে চলছিলো রাশিদ পলাশ পরিচালিত সিনেমা ‘ময়ূরাক্ষী’। গতকাল এই সিনেমাটিও প্রেক্ষাগৃহ থেকে নামিয়ে দেওয়া হয়েছে বলে বার্তা২৪.কমকে জানান প্রেক্ষাগৃহটির এসিস্ট্যান্ড মার্কেটিং ম্যানেজার মাহাবুবুর রহমান।

তিনি বলেন, ‘আমাদের এখানে ৭টির মতো হল রয়েছে, যার কারণে এবার ঈদে মুক্তি পাওয়া সব সিনেমাই রেখেছি। দেশি সিনেমাকে অবশ্যই প্রাধান্য দেওয়া উচিত। সেই চিন্তা করে সবগুলোই মুক্তি দিয়েছি। দর্শক যেই সিনেমা দেখছে সেটির শো বাড়িয়ে দিচ্ছি এবং যেটা দেখছে না সেটা নামিয়ে দিচ্ছি। ‘ময়ূরাক্ষী’ সিনেমাতে আমরা প্রত্যাশানুযায়ী দর্শক পাইনি বলেই সেটা নামিয়ে দিয়েছি।’

‘ময়ূরাক্ষী’তে অভিনয় করেছেন নবাগত দ্বীপ ও ববি হক


‘রিভেঞ্জ’ সিনেমাটিতে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও শবনম বুবলী। ‘ডার্ক ওয়ার্ল্ড’-এ রয়েছেন মুন্না খান, কৌশানি মুখার্জি (কলকাতা) ও দীপা খন্দকার। আর ‘ময়ূরাক্ষী’তে অভিনয় করেছেন নবাগত দ্বীপ ও ববি হক।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৪,/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit