বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : আশুগঞ্জে বাড়িতে ডেকে নিয়ে মো: হৃদয় নামে এক যুবককে ছুড়িকাঘাতে হত্যা করেছেন তারই বন্ধু মো: রুবেল মিয়া। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার যাত্রাপুর গ্রামের রানীপুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হৃদয় যাত্রাপুর গ্রামের মো: জসিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত যুবক রুবেলকে আটক করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়,”আজ বৃহস্পতিবার দুপুরে যাত্রাপুর গ্রামের রানীপুকুর পাড় নিজবাড়ীতে বন্ধু হৃদয়কে ডেকে নিয়ে যায় রুবেল মিয়া। পরে রুবেলের বাড়ীর উঠোনে দুজনের মধ্যে পূর্বের পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে হৃদয়কে এলোপাথারি ছুরিকাঘাত করে উঠোনে ফেলে রেখে পালিয়ে যায় রুবেল। পরে স্থানীয় লোকজন হৃদয়কে উদ্ধার করে প্রথমে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশংকাজনক অবস্থায় ঢাকা নিয়ে যাওয়ার পথে ভৈরব এলাকায় মারা যায়।
এব্যাপারে নিহত হৃদয়ের পিতা মো: জসিম উদ্দিন জানান,’সকালে আমার ছেলে হৃদয়কে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় রুবেল। কিছুক্ষণ পরে আমার মেয়ের জামাইয়ের ফোনের মাধ্যমে জানতে পারি আমার ছেলে রক্তাক্ত অবস্থায় উপজেলা হাসপাতালে। পরে ঢাকা নেয়ার পথে হৃদয় মারাযায়। তিনি বলেন আমার ছেলেকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। খুনির দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন তিনি।এদিকে ঘাতক রুবেলে মা লালু বেগম জানান, বাড়ির উঠোনেই হৃদয়ের সাথে রুবেলের হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে রুবেল হৃদয়কে ছুরিকাঘাত করে । তিনি বলেন,”আমার এই ছেলে মাদকাসক্ত, তার অত্যাচারে আমার পরিবারটি ধ্বংস হয়েগেছে। এ ব্যাপারে বার-বার পুলিশকে বলেও এর কোন প্রতিকার পায়নি। তার জন্য আমার স্বামী স্ট্রোক করে মারাগেছে। আমি নিজে স্ট্রোক করে চিকিৎসাধীন আছি। সে যেন জেল থেকে বের হয়ে না আসতে পারে , সেই ব্যবস্থা করার দাবী করেন তিনি। কান্নাজনিত কন্ঠে নিজের ছেলের কঠিন শাস্তি দাবী করেন মা লালু বেগম।
এদিকে ঘটনার খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ও পরে জেলা গোয়েন্দা পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে অভিযান চালিয়ে ঘাতক রুবেলকে বাড়ির পাশেই আত্নগোপনে থাকা একটি বাড়ীথেকে তাকে আটক করেন।এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড এ্যাপস) মো: সোনাহর আলী জানান,” আটককৃত রুবেলের বিরুদ্ধে এর আগেও মাদক মামলা রয়েছে। সে নিজেও মাদকসেবি বলে জানায় পুলিশ। এ ঘটনায় আশুগঞ্জ থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
কিউএনবি/অনিমা/১৩ জুন ২০২৪,/রাত ৯:০৯