স্পোর্টস ডেস্ক : ফুটি হ্যাগস টিমের সদস্যরা দীর্ঘ কয়েক বছর ধরে একসঙ্গে ফুটবল খেলে আসছে। এই টিমের সদস্যদের গড় বয়স ৩৮ থেকে ৪০ বছরের মধ্যে। ফুটি হ্যাগস টিমে ৪২ বছর বয়সী রাদওয়ান মুজিব সিদ্দিক ববিও আছেন, সেই সঙ্গে আছেন ৩২ বছর বয়সী ফারাজ করিম চৌধুরী।
ফুটি হ্যাগসের সদস্যরা অনেক বছর ধরে একসঙ্গে খেলছেন। এবারের ফাইনালে অল্পের জন্য হেরে গেছেন তারা। তাদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জাপানের ফুটবল দল বিইএফসি। ফাইনলে নির্ধারিত সময়ের খেলা দুইদল ১-১ সমতায় শেষ করে। ফলে অতিরিক্ত সময়ে গড়ায় খেলা। সেখানে গোল করে ২-১ ব্যবধানে জয়ী হয় বিইএফসি।
ফলে রানার্সআপ ট্রফি নিয়েই দেশে ফিরতে হচ্ছে ফুটি হ্যাগসকে। গত রোববার (৯ জুন) ব্যাংককের পাতানা স্কুল স্পোর্টস কমপ্লেক্স মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
দল সংশ্লিষ্টদের একজন বলেন, ‘ফুটি হ্যাগস শুধুমাত্র একটি ফুটবল দল নয়, এটি উন্নয়নমূলক ও সামাজিক একটি আন্দোলনের নাম। এই লক্ষ্যেই ফুটি হ্যাগস এর যাত্রা শুরু হয়। খেলাধুলার পাশাপাশি সমাজের বিভিন্ন বিষয়ে পরিবর্তন আনতে কাজ করছে ফুটি হ্যাগস।’
কিউএনবি/আয়শা/১০ জুন ২০২৪,/বিকাল ৫:০০