শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শায় মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে কভার্ড ভ্যনের চাপায় দুই মুসল্লী নিহত হয়েছে ঘঁটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর বেলা ৪টা ৪৫ মিনিটের সময় যশোর বেনাপোল সড়কের নাভারন ফরেষ্ট অফিসের সামনে। নিহতরা হলেন নাভারন ডিগ্রি কলেজের ইসলাম শিক্ষা বিভাগের অবসর প্রাপ্ত অধ্যাপক ও বেনাপোল গাতিপাড়া গ্রামের মৃত সুলতান আহম্মেদ এর ছেলে আলহাজ্ব নাসির উদ্দিন(৬২) ও নাভারন জাপান বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ ্এ্যাসোসিয়েশনের নৈশ প্রহরী ও ঝিকরগাছা উপজেলার নাভারন কলোনী পাড়ার মৃত শ্যাম গাজীর ছেলে আলী বক্স (৬৫)। নিহত দুজনই নাভারন ফরেষ্ট পাড়ার বাসিন্দা।
এ ব্যাপারে জানতে চাইলে নাভারন হাইওয়ে থানার অফিসার ইন চার্জ জয়ন্ত কুমার বসু বিষয়টি নিশ্চিত করে বলেন ট্রাক কভার্ড ভ্যানের চাপায় নিহত নাসির উদ্দিন ও আলী বক্স ভোরে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিলেন। এ সময় যশোর থেকে বেনাপোল মুখি একটি কাভার্ড ভ্যান ঢাকা মেট্রো-ড ১১-১২১৩ নিয়ন্ত্রন হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনা স্থলেই দুজনই মারাত্বক আহত হয়। এ সময় তাদেরকে প্রথমে নাভারন হাসপাতালে ও তখনি উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরি মধ্যে আলী বক্সের মৃত্যু হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় মারা যান অধ্যাপক নাসির উদ্দিন। পুলিশ কাভার্ড ভ্যানট জব্দ করলেও চালককে আটক করতে পারেননি।
ট্রাক চাপায় নিহত অধ্যাপক নাসির উদ্দিনের মৃত্যুতে এলাকায় শোােকর ছায়া নেমে আসে। যোহর নামাজের পর নাভারন হক কমিউনিটি সেন্টার মাঠে প্রথম ও গ্রামের বাড়ি বেনাপোল গাতিপাড়া প্রাইমারী স্কুল মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। মরহুমের নামাজে জানাজায় জামায়াতের কেন্দ্রীয় নেতা ও সাবেক যশোর জেলা আমীর মাওঃ আজিজুর রহমান, শার্শা উপজেলা চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন, নাভারন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইব্রাহীম খলিল, ভাইস প্রিন্সিপাল আব্দুর রউফ, অধ্যাপক নজরুল ইসলাম,বেলায়েত হোসেন, মাওঃ সফিউর রহমান, তহিদুল ইসলাম, মাওঃ সিরাজুল ইসলাম, মাহবুবুর রহমান মিলন, সাবেক প্রধান শিক্ষক মোঃ শাহাবুদ্দিন, আপলহাজ্ব আজিজুর রহমান, মাওঃ মিজানুর রহমান, মাওঃ নূর মোহাম্ম জিহাদী, সাংবাদিক মনিরুল ইসলাম মনি, সাংবাদিক আমিনুর রহমান, সাংবাদিক আসাদুর রহমান,শার্শা বিএনপি নেতা সিরাজুল ইসলাম,সেচ্ছাসেবক দলনেতা ওয়াছি উদ্দিনসহ নাভারন ও শার্শা এলাকার বিভিন্ন সুধী, ব্যবসায়ীী, শিক্ষক ও সাধারন মানুষ অংশনেন। মরহুমের নামাজে জানাজা পরিচালন করেন নাভারন কেন্দ্রীয় মসজিদের খতিব ও ইমাম আব্দুস সামাদ কাশেমী।
কিউএনবি/আয়শা/০৪ জুন ২০২৪,/রাত ৯:৩২