বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হযরত শাহ্ নাছির উদ্দীন (রহঃ) এর ভক্ত মোগড়া ইউনিয়নের শান্তিপুর মরহুম আব্বাসউদ্দীন চিশতি স্মরণে ওরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ মাগরিব থেকে সারা রাত্রব্যাপী অনুষ্ঠিত ওরশ মোবারকের সভাপতিত্ব করেন, সমাজসেবক মোঃ মুছা মিয়া।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, ধর্মীয় আলোচনা, জিকির, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাতের পর উপস্থিত সকলকে তবারক খাওয়ানো হয়। রাত ১০টার পর থেকে সারারাত ব্যাপী ভক্তি মূলক গান, সামা ও বাউল গানের আয়োজন করা হয়। এতে গান পরিবেশন করেন, এলাকার খ্যাতনামা বাউল শিল্পী রাহিম সরকার, আশা দেওয়ান, আকাশ দেওয়ান ও স্থানীয় শিল্পীরা।
এসময় বাউল গান শুনতে বিভিন্ন এলাকা থেকে ভক্ত আশেকান, গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ কয়েক শতাদিক মানুষ উপস্থিত ছিলেন। দরবারের খাদেম প্রয়াত আব্বাস উদ্দিন চিশতির ছেলে মোঃ স্বপন মিয়া জানান, আমার পিতা দক্ষিণ টনকি শিকারমুড়ার আধ্যাতিক স্বাধক শাহ্ নাছির উদ্দীন চিশতি (রহঃ) এর ভক্ত ও মুরিদ ছিলেন।
তারই স্মরণে ত্রিশ বছর যাবৎ আমরা এই ওরশ মোবারক পালন করে আসছি। আল্লাহ যদি তওফিক রাখেন এলাকার সকলের সহযোগিতা থাকলে তা ভবিষ্যতেও চলমান থাকবে ইনশাল্লাহ। আজকের ওরশ মোবারক সফল করতে যারা যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।