শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : ঐতিত্যবাহী সিলেট জেলা কর আইনজীবী সমিতির গৌরবের ৫০ বৎসর পূর্তি উৎসব উদযাপন ও বাস্তবায়নের লক্ষ্যে ১৬টি উপ-পরিষদের আহ্বায়কদের সহিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩ জুন) দুপুর ১টায় অত্র বারের সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আজিজুর রহমানের পরিচালনায় আগামী ২২ ও ২৩ জুলাই ২০২৪ অনুষ্ঠিতব্য সিলেট জেলা কর আইনজীবী সমিতির গৌরবের ৫০ বৎসর পূর্তি উৎসব উদযাপন ও বাস্তবায়নের লক্ষ্যে ১৬টি উপ-পরিষদের আহ্বায়কদের সহিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের যৌথ সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিনিয়র কর আইনজীবী মুক্তিযোদ্ধা মো. রফিকুল হক,
মো. হাছনু চৌধুরী, সাবেক সভাপতি এডভোকেট মো. আবুল ফজল, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খোকন, সহ-সভাপতি এডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী, যুগ্ন-সাধারণ সম্পাদক কাউসার মাহমুদ চৌধুরী, অর্থ সম্পাদক এডভোকেট প্রভাত চন্দ্র দেবনাথ, সমাজকল্যান সম্পাদক মো. জহিরুল ইসলাম রিপন, পাঠাগার সম্পাদক এডভোকেট আনসার হোসেইন, ড. এম শহীদুল ইসলাম এডভোকেট, এডভোকেট রঞ্জন ঘোষ, কর আইনজীবী কাজী আরিফুল হাছান, মো. কামাল আহমদ, মোহাম্মদ আমিনুল ইসলাম,মোহাম্মদ মিজানুর রহমান, আ.স.ম মুবিনুল হক শাহীন প্রমূখ।
সভায় জুলাইয়ে অনুষ্ঠিতব্য অত্র বারের গৌরবের ৫০ বৎসর পূর্তি উৎসব আড়ম্বরপূর্ণভাবে উদযাপন ও বাস্তবায়নের লক্ষ্যে ব্যাপক কর্মসূচীর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতদপক্ষ্যে ১৬টি উপ-পরিষদের নাম প্রকাশ করা হয়। গৃহীত সিদ্ধান্ত মোতাবেক আগামী ২১ জুলাই রবিবার সকাল ১১টায় চৌহাট্রাস্থ মধুমিতা মিষ্টি ঘরের সম্মূখে সবাই একত্রিত হয়ে শহীদ মিনার প্রাঙ্গনে পুস্পস্তবক অর্পন করা হবে।সিলেট জেলা কর আইনজীবী সমিতির সকল সদস্যকে নাম রেজিস্ট্রেশন করার জন্য অত্র বারের অফিস অথবা রেজিস্ট্রেশন উপ-পরিষদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। রেজিস্ট্রেশনের শেষ তারিখ- ৩ জুন হতে ১৩ জুন ২০২৪।
কিউএনবি/অনিমা/০৩ জুন ২০২৪,/রাত ৯:০৪