বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের উত্তর আরিফাইল গ্রামে সোমবার দুপুরে পুকুরের পানিতে ডুবে মো. জুনায়েদ (৬) নামে এক শিশু মারা গেছে। জুনায়েদ ওই এলাকার মো. হারুণ মিয়ার ছেলে।
সরাইল থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন জানান, গোসল করতে বাড়ির পাশের পুকুরে যায় জুনায়েদ। এক পর্যায়ে সে পানিতে ভেসে উঠলে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কিউএনবি/অনিমা/০৩ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:১৬