শার্শা(যশোর)সংবাদদাতা : স্বাধীনতার মহান ঘোষক বিএনপি’র প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৩ তম শাহাদৎ বার্ষিক উপলক্ষে যশোরের বেনাপোল পৌর বিএনপি’র উদ্যেগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। ১ জুন শনিবার বেলা ১২ টার সময় বেনাপোল দারুল উলুম কওমী মাদ্রাসা ও এতিম খানা চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বেনাপোল পৌর বিএনপি’র সভাপতি মোঃ নাজিম উদ্দিন। আলোচনা সভা পরিচালনা করেন ও বক্তব্যদেন বেনাপোল পৌর বিএনপি’র সাধারন সম্পাদক মোঃ আবু তাহের ভারত। এ ছাড়া আলোচনা সভায় বক্তব্যদেন বেনাপোল পৌর বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক মোঃ শাহাব উদ্দিন, বেনাপোল পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আহাদ, শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিনুর রহমান, পৌর যুবদলের সদস্য সচিব রাহানুজ্জামান দিপু, পৌর ছাত্রদলের আহবায়ক আরিফ হোসেন প্রমুখ।
এ সময় আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ইসাহক মিয়া, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, বেনাপোল ওয়ার্ড বিএনপি সভাপতি/ সাধারন সম্পাদক শেখ আব্দুস সবুর, আব্দুল মালেক, আব্দুল মজিদ, রফিকুল ইসলাম, মুছা করিম, ইসরাফিল সরদার, হাফিজুর রহমান টিটু, আব্দুস ছাত্তার, ইয়ার আলী,আব্বাস আলী, আব্দুল মান্নান, শার্শা উপজেলা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব ওয়াছি উদ্দীন, বেনাপোল কৃষকদল নেতা মোঃ কামরুল ইসলাম, মেহেদী হাসান, মোঃ জাহাঙ্গির আলম, বেনাপোল পৌর ছাত্রদলের সদস্য সচিব ইসতিয়াক আহম্মেদ শাওনসহ বেনাপোল পৌর বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এর রুহের মাগফিরাত কামনা করা হয়। এ ছাড়াও যশোর উন্নয়নের কারীগর সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলাম এর রুহের মাগফিরাত কামনা করা হয়। দোয়া অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধান মšী¿ বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিদাবী ও সুস্থ্যতা কামনা করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত নেতা কর্মিদের মাঝে ও মাদ্রাসার ছাত্র ও এতিমদের মাধ্যে তাবারক বিতরন করা হয়।
কিউএনবি/আয়শা/০১ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:০৮