লাল রঙে জ্বলন্ত বেদনা
মানুষ সবকিছু দিয়ে মনে রাখে
শুধু কথা দিয়েই ভুলে যায়,
যেমন তুমি ভুলে গেছো রাজ,
তুমি কথা দিয়েছিলে চাকরি পেয়ে
একটা লাল শাড়ি কিনে দেবে।
জানো রাজ তোমার দেওয়া কথা
আমি ভুলতে পারিনি আর তাইতো
যতবার লাল পোষাক পরি
ততবার বুকের মাঝে আগুন অনুভব করি।
কথা দিয়ে বুঝি ভুলে যাওয়া যায়
তা নতুন ঘটনা নয় কিন্তু
রত্নের মত যত্ন করে রাখা কথাগুলোকে
আশায় বাঁধিয়ে নিলে কন্ঠে বিষ নামতে থাকে ,
লাল গোলাপের বুকে নিরব অসহ্য যন্ত্রণা।
যে লাল রঙে আমি
আমার শক্তি, আমার প্রেম,
আমার জীবনকে খুঁজে পেতাম
আজ সেই লাল রঙে
আমার জ্বলন্ত বেদনাকে খুঁজে পাই।
কবি পরিচিতিঃ টুম্পা পাল পশ্চিমবঙ্গ, ভারতের একজন কাব্য প্রিয় মানুষ। রবীন্দ্রভারতী থেকে এমএ (বিষয় :এডুকেশন) পাশ করেছেন। পেশায় একজন গৃহবধূ। কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ সবকিছুই লিখে থাকেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর লেখনী ব্যাপক পাঠক প্রিয়। বিশেষ করে বাংলাদেশে তিনি ব্যাপক পরিচিতা। আগামী বইমেলায় বাংলাদেশ-ভারত ভ্রমণ বিষয়ক তথ্য নির্ভর একটি গ্রন্থ প্রকাশনার অপেক্ষায়।
কিউএনবি/বিপুল/২৯.০৫.২০২৪/ রাত ১২.০৫