আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধার সন্তার সরকার ফারহানা আখতার সুমি’কে গণসংবর্ধনা দেয়া হয়েছে। গত বুধবার সন্ধ্যায় সেনারায় ইউনিয়ন পরিষদ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলার ৯নং সোনায়ায় ইউনিয়ন বাসী। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ জুয়েল রানা’র সভাপতিত্বে অতিথি হিসাবে সমাজ সেবক তরিকুল ইসলাম বুন্নু, জয়নাল আবেদীন,ধীমান রায়, মিজানুর রহমান, ওবায়দুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
এই প্রথম উপজেলা পরিষদের নারী চেয়ারম্যানকে একটি নজর দেখার জন্য বিভিন্ন বয়সের হাজারো জনতার উপচেপড়া ভীড় ছিল চেখে পড়ার মতো। এ সময় ব্যবসায়ী, চাকুরীজীবী, শ্রমিকসহ নানা শ্রেনী পেশার মানুষ প্রিয় নেত্রীকে ফুলের শুভেচ্ছা শুভেচ্ছা জানান। নব-নির্বাচিত চেয়ারম্যান সরকার ফারহানা আখতার সুমি বলেন আপনাদের আমানত ভোট আমাকে দান করেছেন এবং বিপুল ভোটের ব্যবধানে আমাকে বিজয়ী করেছেন।
আমি সকলকে সাথে নিয়ে সুখে দুখে এক হয়ে এলাকার উন্নয়নে কাজ করে যাবো। বিরোধীতা না করে বন্ধুত্বের হাত বাড়িয়ে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। শেষে নিজের গলায় পরিহিত ফুলের মালা খুলিয়ে বিক্সা, ভ্যাান, অটো চালক ও খেটে খাওয়া সাধারণ শ্রমিকদের পড়িয়ে দেন নব-নির্বাচিত চেয়ারম্যান।
কিউএনবি/আয়শা/২৫ মে ২০২৪,/বিকাল ৪:৪০