বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরভিত্তিক শিশু শিক্ষা থেকে প্রতি বছর প্রাথমিকের জন্য প্রস্তুত হচ্ছে ২৭৩০ জন শিশু। প্রাক প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে তারা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুত হয়। জেলায় মোট ৯১টি কেন্দ্রে মন্দিরভিত্তিকি শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় শিশুদেরকে প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়া হয়।টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন এবং নৈতিক শিক্ষার প্রসারে ব্রাহ্মণবাড়িয়ার জেলার মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্পের ভ‚মিকা শীর্ষক কর্মশালায় এ তথ্য জানানো হয়।
বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাহমুদা আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অমৃতলাল সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্ট্রান ঐক্য পরিষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা দিলীপ কুমার নাগ। কর্মশালায় জানানো হয়, মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রমের কারণে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার বাড়ছে এবং সবার জন্য প্রাথমিক শিক্ষা অর্জন নিশ্চিতকরণের পথ প্রশস্ত হচ্ছে। জেলার নয়টি উপজেলায় ১২৯ জন শিক্ষক কর্মচারি এ শিক্ষা কার্যক্রমে যুক্ত রয়েছে। সরকারের এ উদ্যোগের ফলৈ হিন্দুধর্মীয় উপসানালয়গুলোকে আরো প্রাণবন্ত করে তুলেছে। প্রকল্পটি ধর্মীয় সংহতি ও সম্প্রীতির ক্ষেত্রে একটি যুগান্তকারি পদক্ষেপ।
কিউএনবি/অনিমা/১৫ মে ২০২৪,/রাত ৯:২৪