বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মো. হুসাইন মুন্না (৩০) নামের এক যুবককে হত্যার অভিযোগে দায়ের করা মামলার আসামীদের গ্রেপ্তার দাবিতে রবিবার মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১ টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার চাতলপাড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নিহত হুসাইন উপজেলার চাতলপাড় ইউনিয়নের রতনপুর গ্রামের খুরশিদ আলমের ছেলে। আহনাফ হোসেন নামে তাঁর আট বছরের একটি ছেলে সন্তান রয়েছে। ২১ এপ্রিল সকালে ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় হুসাইন মারা যান। পরদিন তার শিল্পী আক্তার বাদী হয়ে রতনপুর গ্রামের আল মাসুম, একই গ্রামের আল আমিন ও তার বড় ভাই দ্বীন ইসলামসহ ১১ জনকে আসামী করে নাসিরনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। এর আগে ১৭ এপ্রিল তিনি হামলার শিকার হন।
রবিবারের মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহতের আট বছরের ছেলে আহনাফ হোসেন, আপন ভাই রুমান হোসেন, চাতাতো নাঈম হোসেন ও মিজানুর রহমান, চাচাতো বোন আয়েশা সিদ্দিকা, ভাতিজি জোনাকির আক্তার, গ্রামের বাসিন্দা সবুর হোসেন, সোহাগ ভুঁইয়া, আবদুর রাজ্জাক ও সাব্বির হোসেন। তারা অভিযোগ করেন, ইভটিজিংয়ের ঘটনায় সাক্ষী হওয়ায় প্রতিপক্ষের লোকজন বাড়ি ফেরার পথে হুসাইন মুন্নাকে মারধর করে। ওই সময় সঙ্গে থাকা তার তৃতীয় শ্রেণি পড়–য়া সন্তান আহনাফকেও মারধর করা হয়। এতে হুসাইন অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় নেওয়া হয়।
তারা আরো জানায়, উপজেলার চাতলপাড় ইউনিয়নের ইকরা দারুল কোরআন বালিকা মাদরাসায় আসা-যাওয়ার পথে শিক্ষার্থীদেরকে রতনপুর গ্রামের মো. আল-আমিন, মো. সাব্বির মিয়া ও মাসুম মিয়াসহ কয়েকজন বখাটে যুবক প্রায়ই উত্ত্যক্ত করত। এ নিয়ে সুমন মিয়া নামে এক অভিভাবক ইউএনও ও পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন। এতে হুসাইনকে সাক্ষী হিসেবে রাখা হয়।
কিউএনবি/আয়শা/২৮ এপ্রিল ২০২৪,/রাত ৮:৩৩