আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় অপুষ্টিতে আরও সাতজনের মৃত্যু হয়েছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির। মন্ত্রণালয়ের তথ্যানুসারে, ২০২৩ সালের অক্টোবরে ইসরাইল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অপুষ্টিতে মৃতের মোট সংখ্যা ১৫৪ জনে পৌঁছেছে, যার মধ্যে ৮৯ জন শিশু।
মঙ্গলবার (২৯ জুলাই) জাতিসংঘ-সমর্থিত বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, গাজা দুর্ভিক্ষের সবচেয়ে খারাপ পরিস্থিতি ‘এখন চলছে’। ইসরাইল বলেছে, তারা গাজায় সাহায্য প্রবেশের ওপর বিধিনিষেধ আরোপ করছে না – এই দাবিগুলো ইউরোপে তার ঘনিষ্ঠ মিত্র, জাতিসংঘ এবং গাজায় সক্রিয় অন্যান্য সংস্থাগুলো মেনে নিচ্ছে না।
আরেকটি পৃথক ঘটনায়, গাজা হাসপাতাল সূত্র বিবিসিকে জানিয়েছে, বুধবার সকালে দক্ষিণ গাজার রাফাহ এলাকায় গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছেন
সূত্রগুলো জানিয়েছে , বিতরণ কেন্দ্র উদ্বোধনের কিছুক্ষণ আগে জনতা সেখানে প্রবেশের চেষ্টা করেছিল এবং একটি ইসরাইলি ট্যাংক তাদের ওপর হামলা চালায়। তবে জিএইচএফ বিবিসিকে জানিয়েছে, আজ তাদের স্থাপনায় বা তার কাছাকাছি কোনও হত্যাকাণ্ড ঘটেনি।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী ‘সন্দেহভাজনদের’ সমাবেশ তাদের সৈন্যদের জন্য হুমকি বলে উল্লেখ করে জানায়, তাদের সরে যেতে বলা হয়েছে এবং পরবর্তীতে সেনাবাহিনী বিতরণ কেন্দ্র থেকে ‘শত শত মিটার দূরে সতর্কীকরণ গুলি ছোড়ে’।
সেনাবাহিনী আরও বলেছে, ‘প্রাথমিক পর্যালোচনায় দেখা গেছে যে নিহতের সংখ্যা আইডিএফ-এর কাছে থাকা তথ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। ’
এদিকে, বৃহস্পতিবার গাজা সংকট নিয়ে আলোচনা করতে ইসরাইল সফরে যাবেন যুক্তরাষ্ট্রের বিশেষ রাষ্টদূত স্টিভ উইটকফ। প্রায় তিন মাসের মধ্যে উইটকফের এই প্রথম ইসরাইল সফর।
কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২৫,/বিকাল ৫:২২