ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্তের শূন্যরেখায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে। এরপর ভারতে অনুপ্রবেশকারী ১৫ বাংলাদেশি নাগরিককে ফেরত দেয়া হয়। তারা বিভিন্ন সময় দেশের সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। চুয়াডাঙ্গা ছয় বিজিবি সহকারী পরিচালক হায়দার আলী জানান, বাংলাদেশ থেকে অবৈধভাবে সীমান্ত দিয়ে ১৫ বাংলাদেশি ভারতে অনুপ্রবেশ করে। ভারতীয় পুলিশ তাদের আটক করে।
আটক বাংলাদেশিদের বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। পরে বিএসএফ বিষয়টি বিজিবিকে জানায়। বিজিবি তাদের পরিচয় নিশ্চিত হয়। এরপর বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা দর্শনা জয়নগর সীমান্তবর্তী এলাকার শূন্যরেখায় ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে। পতাকা বৈঠক শেষে বিএসএফ ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে। তাদের মধ্যে চারজন পুরুষ, চার নারী ও সাত শিশু রয়েছে। তারা লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাজীপুর জেলার বাসিন্দা।
ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন: চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান ও ৩২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী সুজিত কুমারসহ সংশ্লিষ্ট কোম্পানি কমান্ডারগণ।
কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২৫,/বিকাল ৫:০৪