বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম

ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক ভারতীয় নাগরিক আটক পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ এর নিকট হস্তান্তর॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৩৯ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক ভারতীয় নাগরিক আটক এবং পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ এর নিকট হস্তান্তর। গত বুধবার, ৩০ জুলাই ২০২৫ তারিখ বিকেল ৩টায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ রসুলপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩০০/৫-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে অবস্থিত মাঠের মধ্য হতে বিজিবির নিয়মিত টহলদল একজন ভারতীয় নাগরিককে আটক করে।

আটককৃত ব্যক্তি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার বাসিন্দা আরিয়ান মির্জা (১৯), পিতা- রাজেশ মির্জা, মাতা- আয়েশা মির্জা। আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, গত ২৮ জুন ২০২৫ তারিখে নেত্রকোনা জেলার কলমাকান্দা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে। পরবর্তীতে অদ্য ৩০ জুলাই ২০২৫ তারিখে পুনরায় বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের উদ্দেশ্যে রসুলপুর সীমান্ত এলাকা ব্যবহার করার সময় বিজিবি’র টহলদল তাকে আটক করেন।

উল্লেখিত ঘটনার প্রেক্ষিতে অদ্য ৩০ জুলাই ২০২৫ তারিখে যথাযথ প্রক্রিয়া অনুসরণপূর্বক বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে উক্ত ভারতীয় নাগরিককে ৫৭ বিএসএফ ব্যাটালিয়নের মাধবপুর ক্যাম্পের বিএসএফ প্রতিনিধিদলের নিকট হস্তান্তর করা হয়েছে। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি),অধিনায়ক, লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার (পিএসসি) বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদকদ্রব্যের ভয়াল থাবা থেকে দেশের জনগণকে রক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞ।

দেশের অখন্ডতা, সার্বভৌমত্ব, সীমান্তবর্তী জনসাধারণের জানমাল রক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা বদ্ধপরিকর ও প্রতিশ্রুতিবদ্ধ। দেশের সীমান্তে যেকোনো ধরনের হুমকি প্রতিরোধে বিজিবি পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২৫,/দুপুর ২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit