আর আমি এমন কথা বলিও না যেটার কোনো গ্রামার নেই, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার, যার কারণ দেখিয়ে গ্রেপ্তার করবে। আমি ভাবছি সত্যিই যদি বাকস্বাধীনতা থাকে, তাহলে—বিদেশ গেলে সবাই কেন জিজ্ঞেস করে : দেশ ছেড়ে চলে গিয়েছি কি না? গ্রামের এক সাধারণ মানুষ কেন চিন্তিত হয়ে আমাকে ফোন করে কথা বলতে সাবধান করে! একজন সাংবাদিক কেন ইমিগ্রেশনের সামনে দাঁড়িয়ে ভাবেন : ‘যেতে দেওয়া হবে তো?’ কিংবা ‘ফিরতে দেওয়া হবে তো?’ মিডিয়াকে বললাম স্বাধীন তোমরা, পেছনে লাগিয়ে দিলাম মব। মব-সংস্কৃতির মধ্যে আসলেই কি বাকস্বাধীনতা থাকে? বাংলাদেশের মিডিয়া, সাংবাদিকদের এত অনিশ্চিত ভবিষ্যৎ, উদ্বেগের কাল আগে আর কখনো কি ছিল? নাকি ছিল আমি উপলব্ধি করিনি শুধু!
অনলাইন ডেক্সঃ
কুইকএনভি/রাজ/৩১জুলাই২০২৫/বিকালঃ ৪.৪০