নিউজ ডেক্সঃ সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য বেড়ে যাওয়ায় পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন সাগর উত্তাল হয়ে উঠেছে। বিগত দিনের তুলনায় সমুদ্রে ঢেউয়ের তীব্রতা বেড়েছে। পাশাপাশি উপকূলীয় এলাকায় থেমে থেমে গুঁড়ি গুঁড়ি ও মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, সমুদ্রের বড় বড় ঢেউ তীরের দিকে আছড়ে পড়ছে। নদ-নদীর পানির উচ্চতাও কিছুটা বেড়ে গেছে। আকাশ জুড়ে ঘন মেঘ। যেকোনো সময় দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সতর্ক সংকেতের প্রেক্ষিতে সমুদ্রে অবস্থানরত মাছ ধরার ট্রলারগুলো তীরে ফিরে আসছে। পরবর্তী নির্দেশ না দেওয়াৃ পর্যন্ত সব ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
মাঝি শাহাবুদ্দিন বলেন, গত পরশুদিন সমুদ্রে গিয়েছিলাম। সমুদ্র উত্তাল থাকায় ভোররাতে ঘাটে ফিরে এসেছি। ২ লাখ ২০ হাজার টাকার ডিজেল, গ্যাস, মুদি বাজার ও কাঁচাবাজার নিয়ে সমুদ্রে গিয়েছিলাম। এসে বিক্রি করেছি ৮০ হাজার টাকার মাছ।
জেলে খবির বলেন, ৫৮ দিনের নিষেধাজ্ঞার পরে সমুদ্রে ঠিকমতো দুই দিনের বেশি মাছ ধরতে পারিনি। ২/১ দিন পরপরই আবহাওয়া খারাপ হয়ে যায়। বারবার লোকসান হচ্ছে। মাঝি আব্দুল কাদের বলেন, লাম্বা জালে এ বছর কিছু মাছ পেয়েছে। কিন্তু আমরা ছান্দি জালে তেমন মাছ পাইনি। বাজার সদায় করে সমুদ্রে যাই। বৈরী আবহাওয়ার কবলে পড়ে ঘাটে ফিরে আসি। বিগত বছরগুলোর চেয়ে এ বছর বারবার আবহাওয়া খারাপ হচ্ছে।
আলীপুর মৎস্য আড়ৎদার মালিক সমিতির সভাপতি জলিল ঘরামী বলেন, বুধবার রাত থেকে সমুদ্র উত্তাল হতে শুরু করেছে। তাই মাছ ধরা অধিকাংশ ট্রলার তীরে ফিরে এসেছে। ২/১টি ট্রলার এখনো সমুদ্রে রয়েছে। তারাও বিকেলের মধ্যে ঘাটে ফিরে আসবে।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। এর প্রভাবে বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকায় থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। এটি আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তাই সকল মাছ ধরার ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
অনলাইন ডেক্সঃ
কুইক এনভি/রাজ/৩১জুলাই২০২৫/বিকালঃ ৪.৩০