জালাল আহমদ, ঢাকা : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তৃষ্ণার্ত কর্মজীবীদের মাঝে ‘খাবার স্যালাইন ও পানি’ বিতরণ কর্মসূচী পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আজ ২৪ এপ্রিল বুধবার দুপুরে সুপ্রীম কোর্ট মাজার গেটের বাইরে রাস্তায় এ কর্মসূচী পালন করা হয়।
বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সিনিয়রএডভোকেট জয়নুল আবেদীন, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, ফোরামের সুপ্রিমকোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক এবং সাবেক ছাত্রনেতা এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল সহ ফোরামের নেতৃবৃন্দ প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে রাজপথে তৃষ্ণার্ত কর্মজীবীদের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরণ করেন।
বিতরণপূর্ব এক সংক্ষিপ্ত বক্তৃতায় বিএনপি’র আইন সম্পাদক ও আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “আজ আমাদের দেশে প্রতিকূল আবহাওয়ার জন্য ফারাক্কা বাঁধ দায়ী। এজন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুম মাওলানা ভাসানী ভারত নির্মিত ফারাক্কা বাঁধের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলেছিলেন।”
তিনি বর্তমান সরকারের সর্বক্ষেত্রে ব্যর্থতার প্রসঙ্গ উলেখ করে বলেন, “এ সরকার ভারতের কাছ থেকে সীমান্ত নদীসমূহ থেকে ন্যায্য হিস্যা আনতে ব্যর্থ হয়েছে। যার ফল আজ সাধারণ মানুষ ভোগ করছে এবং দেশ আজ মরুভূমিতে পরিনত হতে যাচ্ছে।”
তিনি আরও বলেন “বৈশ্বিক জলবায়ুর পরিবর্তন মোকাবেলা করার জন্য সরকারের কোন নীতিমালা তথা পরিকল্পনা নেই। উপরন্তু উন্নয়নের নামে সারাদেশের সর্বত্র গ্রাম থেকে শহর পর্যন্ত বৃক্ষ নিধনের উৎসব করছে ক্ষমতাসীনরা”। ব্যারিস্টার কায়সার কামাল আগামীকাল বৃহস্পতিবার সারা দেশের ৬৪ টি জেলা বারে “খাবার স্যালাইন ও পানি বিতরণ” কর্মসূচী ঘোষণা করেন।
কিউএনবি/আয়শা/২৪ এপ্রিল ২০২৪,/বিকাল ৫:২১