আন্তর্জাতিক ডেস্ক : ৯৩টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৬৮ জন প্রার্থী। পার্লামেন্ট সদস্য নির্বাচিত করতে ভোট দেবেন প্রায় ৩ লাখ ভোটার। স্থানীয় সময় রোববার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ প্রক্রিয়া। দেশটিতে ৬০২টি কেন্দ্রে ও দেশের বাইরে দুটি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।
দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর জন্য একে প্রথম বড় ধরনের রাজনৈতিক পরীক্ষা বলে মনে করা হচ্ছে। কারণ দেশটির সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহর দল মালডিভিয়ান ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা থাকায় মুইজ্জুকে নতুন আইন পাশে বাধার মুখে পড়তে হচ্ছিল। শুরুতে এ নির্বাচন গেল ১৭ মার্চ হওয়ার কথা থাকলেও পরে তা স্থগিত করা হয়।
কিউএনবি/আয়শা/২১ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:২৮