ডেস্ক নিউজ : মানিকগঞ্জের সিংগাইরে পবিত্র ঈদুল ফিতরের দিনে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি গরু ও তিনটি ছাগল পুড়ে মারা গেছে।
ঈদের দিন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ধল্লা ভুঁইয়া পাড়া এলাকার মৃত জুরান বেপারীর ছেলে কৃষক আকবর আলী ওরফে আজগরের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক আজগর আলী জানান, সন্ধ্যার দিকে হঠাৎ গোয়াল ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে তার তিনটি গরু ও তিনটি ছাগল পুড়ে মারা যায়। সেই সঙ্গে গরুর ঘর এবং বসতবাড়ির দুইটি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। স্বপ্ন ছিল গরু ও ছাগল বিক্রি করে সংসারে সচ্ছলতা আনবেন। কিন্তু আগুনে সে স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেল।
স্থানীয়দের মতে, গরুর ঘরের লাগানো মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে আগুনে পুড়ে সর্বস্বান্ত কৃষক আকবর আলী পুনর্বাসনের জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন।
সিংগাইর ফায়ার স্টেশন অফিসার ইসতিয়াক হোসেন বলেন, অগ্নিকাণ্ডে ৫-৭ লাখ টাকা ক্ষতি হলেও আগুন নিয়ন্ত্রণ এনে ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে।
ধল্লা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম ভুঁইয়া বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আমি বিষয়টি ইউএনওকে অবহিত করেছি। ব্যক্তিগত সহযোগিতার পাশাপাশি আগামী উপজেলা মাসিক সমন্বয় সভায় বিষয়টি তুলবেন বলেও জানান তিনি।
এ ব্যাপারে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসু বলেন, খবর পেয়ে আমি স্থানীয় চেয়ারম্যানকে ঘটনাস্থলে যাওয়ার জন্য বলেছি। নিয়ম অনুযায়ী উপজেলা পরিষদের পাশাপাশি ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা পুনর্বাসন মন্ত্রণালয় থেকে যতটুকু সম্ভব আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন করা হবে।
কিউএনবি/অনিমা/১২ এপ্রিল ২০২৪/সন্ধ্যা ২:১৬