বিনোদন ডেস্ক : দীর্ঘদিনের প্রেমিক রুদ্রইয়াশ যোশিকে বিয়ে করেছেন হিন্দি ধারাবাহিকের আলোচিত অভিনেত্রী নেহালক্ষ্মী আইয়ার। সোমবার (২৬ ফেব্রুয়ারি) মুম্বাইয়ে জাঁকজমক এক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে তাদের।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, দক্ষিণ ভারতীয় ও মারাঠি ঐতিহ্য অনুযায়ী প্রেমকে সম্মানিত করেছেন রুদ্রেশ ও নেহালক্ষ্মী। অভিনেত্রীর স্বামী লাল রঙের কুর্তা ও সাদা ধুতিতে ক্লাসিক দক্ষিণ ভারতীয় পোশাকে সেজেছিলেন। আর নেহালক্ষ্মী পরেছিলেন লাল রঙেরর শাড়ির সঙ্গে মানানসহই গয়না।
বিয়ের তিনদিন আগেই তাদের উৎসব শুরু হয়েছে। সংগীত অনুষ্ঠানে সঙ্গী রুদ্রেশের সঙ্গে নাচ উপভোগ করেছেন নেহালক্ষ্মী। যেখানে পরিবারের সদস্য ছাড়াও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা ছিলেন।
অভিনেত্রী মেহেদি অনুষ্ঠানের জন্য সবুজ লেহেঙ্গা ও স্বর্ণালংকার বেছে নিয়েছিলেন। হলুদের অনুষ্ঠানে ফুলের প্রিন্টেড অর্গানজা লেহেঙ্গা পরেছিলেন। সঙ্গে একটি ম্যাচিং দোপাট্টা ও অলংকৃত গোলাপি চোলি ছিল।
এ অভিনেত্রীর বিয়েতে অতিথি হিসেবে ‘ইশকবাজ’ ধারাবাহিকের সহশিল্পীদের মধ্যে থেকে উপস্থিত ছিলেন শ্রেনু পারিখ, সুরভি চন্দনাসহ আরও অনেকে।
কিউএনবি /অনিমা/২৭ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৫:২১