আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকায় চলমান চার মাসের টানা ইসরায়েলি সংঘাতকে হলোকাস্টের সঙ্গে তুলনা করে ‘স্পষ্টত গণহত্যা’ বলে মন্তব্য করায় ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভার ওপর ক্ষেপে যায় ইসরায়েল। উভয় দেশে নিযুক্ত রাষ্ট্রদূতদের ডেকে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে দেশ দুইটি। এই পরিস্থিতিতে ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে ব্রাজিল।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, রোববার (১৮ ফেব্রুয়ারি) ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, ‘গাজা উপত্যকায় যা চলছে তা যুদ্ধ নয় বরং গণহত্যা। এটি সৈন্যদের বিরুদ্ধে সৈন্যের লড়াই নয়, বরং একটি অসম লড়াই; যেখানে শিশু ও নারীদের বিরুদ্ধে একটি সুসজ্জিত সেনাবাহিনীর লড়াই।’
পরে দেশটিতে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূতকে তলব করে একপ্রকার অপমান করে ইসরায়েল। জানা গেছে, ব্রাজিলের রাষ্ট্রদূত ফ্রেদেরিকো মায়ারকে ডেকে হিব্রু ভাষায় একটি বিবৃতি শোনানো হয়। যদিও মায়ার নিজে হিব্রু জানেন না এবং সেখানে তার জন্য কোনো দোভাষীও রাখা হয়নি। বিষয়টি জানতে পেরে মায়ারকে দেশে ডেকে পাঠায় ব্রাজিল। পরে অল্প সময়ের মধ্যেই তিনি দেশের পথে রওনা হন। এরপর ব্রাজিলে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানিয়েল জোনশাইনকে তলব করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা ইসরায়েলি রাষ্ট্রদূতকে কড়া ভাষায় তিরস্কার করেছেন বলে জানিয়েছে একটি কূটনৈতিক সূত্র। এসময় ব্রাজিলের রাষ্ট্রদূত মায়ারের সঙ্গে যে আচরণ করা হয়েছে, সে বিষয়ে ‘তীব্র অসন্তোষ’ প্রকাশ করা হয়।
কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৫:৫২