গত সোমবার রাতে সিপিএমের পক্ষ থেকে জানানো হয়, দলের পলিটব্যুরোর সদস্য বৃন্দা কলকাতায় আসছেন। মঙ্গলবার সকালে তিনি কলকাতায় পৌঁছান। তারপর রওনা হন সন্দেশখালির উদ্দেশে। এর আগেও কণীনিকা, মিনাক্ষী মুখোপাধ্যায়েরা সন্দেশখালিতে যেতে গিয়ে বাধােমেুখে পড়েছিলেন। যদিও তখন ১৪৪ ধারা প্রত্যাহারসহ বিবিধ ঘটনা ঘটেনি। সদ্য তখন সন্দেশখালির সাবেক সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার গ্রেফতার হয়েছিলেন। এখনও তিনি জেল হেফাজতেই রয়েছেন।
জানা গেছে, সন্দেশখালির গ্রামে গ্রামে ঘুরে নারীদের সঙ্গে কথা বলার পরিকল্পনা রয়েছে সিপিএম নেত্রীদের। বৃন্দা সন্দেশখালিতে পৌঁছনোর আগে বলেন, ‘ধমাখালিতেই দেখছি মানুষের চোখেমুখে ভয়, আতঙ্ক। আরও প্রত্যন্ত এলাকায় কী অবস্থা সেটাই ভাবছি।’


























