আন্তর্জাতিক ডেস্ক : জোট গঠনে ইসলামপন্থি সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) সঙ্গে চুক্তি করেছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। জাতীয়, পাঞ্জাব এবং খাইবার পাখতুনখাওয়া বিধানসভায় সংরক্ষিত আসন পেতে এসআইসির সঙ্গে জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছে দলটি।
সংবাদ সম্মেলনে গহর খান জানিয়েছিলেন, এমন পরিস্থিতিতে আমাদের সংরক্ষিত আসন নিশ্চিত করার লক্ষ্যে আমরা সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সঙ্গে একটি আনুষ্ঠানিক চুক্তিতে পেৌঁছেছি। এই চুক্তি অনুযায়ী, আমাদের দলের সমর্থিত বিজয়ী প্রার্থীরা এসআইসিতে যোগদান করবেন। আমরা ইসিপির কাছে এই চুক্তির নথিপত্র উপস্থাপন করব। দলের নীতি ও আইনানুযায়ী সংরক্ষিত আসনের প্রাপ্তি নিশ্চিত করতে ইসিপির কাছে আবেদন জানানো হবে বলে উল্লেখ করেছিলেন তিনি।
কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৫:৪০